Shubman Gill: এক বছর পর রঞ্জি ট্রফিতে (Ranji Trophy Elite 2025-26) খেলতে নেমে সুবিধা করতে পারলেন না পাঞ্জাবের (Punjab) অধিনায়ক শুবমান গিল। সৌরাষ্ট্রের (Saurashtra) বিরুদ্ধে দুই ইনিংসেই ব্যর্থ হলেন তিনি।

DID YOU
KNOW
?
ব্যর্থ শুবমান গিল
রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের হয়ে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নেমে ২ ইনিংসেই ব্যর্থ হলেন শুবমান গিল।

Ranji Trophy Elite 2025-26: রঞ্জি ট্রফিতে দু'দিনের মধ্যেই শেষ হয়ে গেল সৌরাষ্ট্র-পাঞ্জাব (Saurashtra vs Punjab) ম্যাচ। শুবমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন পাঞ্জাবকে ১৯৪ রানে হারিয়ে দিল সৌরাষ্ট্র। দুই ইনিংসেই ১৫০ রানের কমে গুটিয়ে গেল পাঞ্জাব। প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়ে যায় সৌরাষ্ট্র। এরপর প্রথম ইনিংসে ১৩৯ রানে অলআউট হয়ে যায় পাঞ্জাব। এরপর দ্বিতীয় ইনিংসে ২৮৬ রান করে সৌরাষ্ট্র। রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে অলআউট হয়ে গেল পাঞ্জাব। ফলে বিশাল ব্যবধানে জয় পেল সৌরাষ্ট্র। শুবমানের মতো তারকা ব্যাটার খেলা সত্ত্বেও এভাবে দু'দিনের মধ্যেই লজ্জাজনক হারে ধাক্কা খেল পাঞ্জাব। অন্যদিকে, সহজ জয় পেয়ে সৌরাষ্ট্রের ক্রিকেটারদের আত্মবিশ্বাস বেড়ে গেল।

ভূতের শিকার শুবমান

সৌরাষ্ট্রের বিরুদ্ধে এই ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ হলেন শুবমান। দুই ইনিংসেই তিনি পার্থ ভূতের (Parth Bhut) শিকার হলেন। প্রথম ইনিংসে দুই বল খেলে শূন্য রানে আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩২ বল খেলে ১৪ রান করে অলআউট হয়ে যান পাঞ্জাবের অধিনায়ক। এই তারকা টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলে সুযোগ না পেয়ে রঞ্জি ট্রফিতে খেলার সিদ্ধান্ত নেন। কিন্তু ঘরোয়া প্রতিযোগিতাতেও তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না।

কোণঠাসা হয়ে পড়েও ঘুরে দাঁড়াল সৌরাষ্ট্র

এই ম্যাচের প্রথম দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ২৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল সৌরাষ্ট্র। সেই সময় তারা ৫৭ রানে এগিয়েছিল। ফলে পাঞ্জাব শিবির আশা করছিল, তারা ভালো জায়গায় থাকবে। কিন্তু রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) ৪৬, প্রেরক মাঁকড়ের (Prerak Mankad) ৫৬, হেত্বিক কোটাকের (Hetvik Kotak) ৩৯ এবং ভূতের অপরাজিত ৩৭ রানের সুবাদে বিশাল স্কোর করার পর জয় তুলে নিল সৌরাষ্ট্র। প্রথম ইনিংসে পর দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা ভূত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।