অশ্বিন-জাডেজার ঘূর্ণিতে ২৫৫ অলআউট নিউজিল্যান্ড, সিরিজে সমতা ফেরাতে ভারতের দরকার ৩৫৯ রান

Published : Oct 26, 2024, 10:37 AM ISTUpdated : Oct 26, 2024, 11:08 AM IST
Ravindra Jadeja

সংক্ষিপ্ত

ক্রিকেটের পরিভাষায় যাকে র‍্যাঙ্ক টার্নার বলা হয়, পুণেতে ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচের পিচ এখন একদম সেরকম হয়ে গিয়েছে। ফলে ভারতীয় দলের পক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কঠিন।

পুণে টেস্ট ম্যাচ কি তৃতীয় দিনেই শেষ হয়ে যাবে? ক্রিকেট মহলে এখন এই আলোচনা চলছে। শনিবার ম্যাচের তৃতীয় দিন প্রথম সেশনেই ২৫৫ রানে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল। শুক্রবার দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ১৯৮। তৃতীয় দিন বাকি পাঁচ উইকেট নিতে রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিনদের বেশিক্ষণ লাগল না। ৭২ রান দিয়ে ৩ উইকেট নিলেন জাডেজা। ৯৭ রান দিয়ে ২ উইকেট নিলেন অশ্বিন। প্রথম ইনিংসে ২৫৯ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে ১৫৬ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ফলে এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে ভারতের দরকার ৩৫৯ রান। পিচ থেকে সাহায্য পাচ্ছেন স্পিনাররা। ফলে রোহিত শর্মা, বিরাট কোহলিদের কাজ অত্যন্ত কঠিন। এই পিচে মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপসদের বোলিং সামাল দিয়ে ৩৫৯ রান করা অতিমানবীয় কাজ।

নতুন নজির গড়তে পারবে ভারতীয় দল?

টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি রান করে জেতার নজির আছে ওয়েস্ট ইন্ডিজের। ১৯৬৯ সালে অকল্যান্ড টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৪৫ রান তুলে জয় ছিনিয়ে নেয় ক্যারিবিয়ানরা। এবার ভারতীয় দল জয় পেলে নতুন নজির গড়বে। শনিবারের আগে দেশের মাটিতে টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২৫ বার ৩০০ রানের বেশি টার্গেট তাড়া করেছে ভারতীয় দল। এর মধ্যে ১৪ ম্যাচে হেরে গিয়েছে ভারত। ড্র হয়েছে ৯ ম্যাচ। জয় এসেছে মাত্র একবার। ২০০৮ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩৮৭ রান তুলে জয় পেয়েছিল ভারত।

ওপেনিং জুটির হাতে ম্যাচের ভাগ্য

ভারতের ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল ইনিংসের শুরুটা ভালোভাবে করতে পারলে জয়ের সম্ভাবনা তৈরি হবে। সেক্ষেত্রে মিডল অর্ডারের উপর চাপ কমবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সুযোগ পেলেন না মহম্মদ শামি, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে অভিমন্যু ঈশ্বরণ

অতীতে হয়েছে, এবারও দেশের মাটিতে টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৩০০-এর বেশি রান তুলে জয় পাবে ভারত?

ম্যাচে ১১ উইকেট ওয়াশিংটন সুন্দরের, ব্যাটারদের ব্যর্থতায় পুণে টেস্টে হারের আশঙ্কায় ভারত

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?