সুযোগ পেলেন না মহম্মদ শামি, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে অভিমন্যু ঈশ্বরণ

Published : Oct 25, 2024, 10:46 PM ISTUpdated : Oct 25, 2024, 11:24 PM IST
Abhimanyu Easwaran

সংক্ষিপ্ত

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার পরেই দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। এই দুই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

শুক্রবার অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ঘোষিত ভারতীয় দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুবমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর। রিজার্ভে আছেন মুকেশ কুমার, নবদীপ সাইনি ও খলিল আহমেদ। বাংলার পেসার মহম্মদ শামি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে জায়গা পেলেন না। এই পেসার অস্ট্রেলিয়া সফরের আগে ফিট হয়ে ওঠার লক্ষ্যে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে জোড়া ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু তার আগেই বর্ডার-গাভাসকর ট্রফির জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই। ২২ নভেম্বর শুরু হচ্ছে সিরিজ। এবার অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।

চোটের জন্য দলের বাইরে কুলদীপ

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কুঁচকির চোটের জন্য অস্ট্রেলিয়া সফরে কুলদীপ যাদবকে পাওয়া যাবে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর চোট সারানোর জন্য বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে যাবেন এই স্পিনার। তিনি ফিট হয়ে উঠলে আবার জাতীয় দলে ফিরতে পারেন।

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সফরে ৪ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। এই সফরের জন্যও দল ঘোষণা করেছে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে আছেন- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, তিলক ভার্মা, জিতেশ শর্মা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, বিজয়কুমার বিশাক, আবেশ খান ও যশ দয়াল। ৮ নভেম্বর শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অতীতে হয়েছে, এবারও দেশের মাটিতে টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৩০০-এর বেশি রান তুলে জয় পাবে ভারত?

ম্যাচে ১১ উইকেট ওয়াশিংটন সুন্দরের, ব্যাটারদের ব্যর্থতায় পুণে টেস্টে হারের আশঙ্কায় ভারত

'টেস্ট মরসুমের আগে ঘরোয়া ক্রিকেট খেললে ভালো করত,' বিশ্বসেরা ব্যাটার সম্পর্কে এ কী বললেন কুম্বলে!

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?