পুণেতে 'আড়াই দিনের উল্টোপাল্টা,' ১২ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজ হার ভারতের

আশা জাগিয়েও শেষরক্ষা হল না। পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে হেরে গেল ভারতীয় দল। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।

 ৪,৩৩১ দিন পর দেশের মটিতে টেস্ট সিরিজে হেরে গেল ভারতীয় দল। ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল। এবার এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে গেলেন রোহিত শর্মারা। পুণেতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিন ১১৩ রানে হেরে গেল ভারতীয় দল। এই ম্যাচে জয় পেতে হলে দ্বিতীয় ইনিংসে ৩৫৯ রান করতে হত। কিন্তু ২৪৫ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। জয়ের আশা জাগিয়েছিলেন ওপেনার যশস্বী জয়সোয়াল (৭৭)। কিন্তু রবীন্দ্র জাডেজা (৪২) ছাড়া অন্য কোনও ব্যাটার খুব বেশি লড়াই করতে পারলেন না। অধিনায়ক রোহিত শর্মা ৮ রান করেই আউট হয়ে যান। শুবমান গিল করেন ২৩ রান। বিরাট কোহলি করেন ১৭ রান। ৩ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান ঋষভ পন্থ (০)। ওয়াশিংটন সুন্দর করেন ২১ রান। সরফরাজ খান করেন ৯ রান। রবিচন্দ্রন অশ্বিন করেন ১৮ রান। আকাশ দীপ করেন ১ রান। ১০ রান করে অপরাজিত থাকেন জসপ্রীত বুমরা।

স্পিনারদের দাপটে জয় নিউজিল্যান্ডের

Latest Videos

নিউজিল্যান্ডের তিন স্পিনার মিচেল স্যান্টনার, আজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপস জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখলেন। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন স্যান্টনার। ২ ইনিংস মিলিয়ে ৩ উইকেট নিলেন ফিলিপস। দ্বিতীয় ইনিংসে জোড়া উইকেট নিলেন আজাজ। ভারতের বেশিরভাগ ব্যাটারই নিউজিল্যান্ডের স্পিনারদের বোলিং সামাল দিতে পারলেন না।

লজ্জার হার ভারতের

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন দিনেরও কম সময়ে হেরে যাওয়া ভারতীয় দলের পক্ষে লজ্জার। বিশেষ করে স্পিনারদের বোলিং সামাল দিতে না পারা নিয়ে ভাবতে হবে বিরাটদের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফের স্পিনারদের দাপট, রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে টেস্ট সিরিজ জয় পাকিস্তানের

২০২৫ সালের আইপিএল-এ খেলবেন? নিলামের আগে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন ধোনি

সুযোগ পেলেন না মহম্মদ শামি, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে অভিমন্যু ঈশ্বরণ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী