ফের স্পিনারদের দাপট, রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে টেস্ট সিরিজ জয় পাকিস্তানের

Published : Oct 26, 2024, 03:30 PM ISTUpdated : Oct 26, 2024, 03:59 PM IST
saud shakeel

সংক্ষিপ্ত

রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে হাই স্পিড ফ্যান চালিয়ে পিচ শুকনো করতে দেখা গিয়েছিল। স্পিনারদের সাহায্য করার জন্য পিসিবি-র এই কৌশল কাজে লাগল।

রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান। শান মাসুদ পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর প্রথমবার সিরিজ জিতলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দারুণভাবে প্রত্যাবর্তন ঘটিয়ে সিরিজ জিতল পাকিস্তান। মুলতানের পর রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচেও পাকিস্তানের জয়ে বড় অবদান রাখলেন দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলি। মাসুদের নেতৃত্বে টানা ৬ ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হারের লজ্জার মুখে পড়তে হয় পাকিস্তানকে। কিন্তু এবার ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে ঘুরে দাঁড়াল পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেটে নতুন যুগের শুরু?

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের পর বাবর আজম, শাহিন শাহ আফ্রিদির মতো তারকা খেলোয়াড়দের বাদ দেন পিসিবি-র নির্বাচকরা। এই সিদ্ধান্ত কাজে লাগল। সাজিদ ও নোমান পাকিস্তানের বোলিং লাইনআপকে ভরসা দিচ্ছেন। রাওয়ালপিন্ডিতে দারুণ ব্যাটিং করলেন ম্যাচের সেরা সৌদ শাকিল। প্রথম ইনিংসে ১৩৪ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি।

স্পিনারদের সহায়ক পিচে বাজিমাত পাকিস্তানের

রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ২৬৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। সর্বাধিক ৮৯ রান করেন উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ। ওপেনার বেন ডাকেট করেন ৫২ রান। গাস অ্যাটকিনসন করেন ৩৯ রান। ৬ উইকেট নেন সাজিদ। নোমান ৩ উইকেট নেন। এরপর প্রথম ইনিংসে ৩৪৪ রান করে পাকিস্তান। ব্যাটিংয়ের পর বোলিংয়েও ভালো পারফরম্যান্স দেখান দুই স্পিনার। ৪৫ রান করেন নোমান। ৪৮ রান করে অপরাজিত থাকেন সাজিদ। দ্বিতীয় ইনিংসে ১১২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। নোমান ৬ উইকেট নেন। সাজিদ নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৩৭ রান তুলে ম্যাচ ও সিরিজ জিতে নেয় পাকিস্তান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সুযোগ পেলেন না মহম্মদ শামি, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে অভিমন্যু ঈশ্বরণ

'টেস্ট মরসুমের আগে ঘরোয়া ক্রিকেট খেললে ভালো করত,' বিশ্বসেরা ব্যাটার সম্পর্কে এ কী বললেন কুম্বলে!

প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রায়ান লারার চেয়ে বেশি শতরান, জাতীয় দলে ফিরবেন চেতেশ্বর পূজারা?

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?