জাহির খান-ইশান্ত শর্মাকে টপকে গেলেন, টেস্টে ভারতের পঞ্চম সর্বাধিক উইকেট নেওয়া বোলার রবীন্দ্র জাডেজা

ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা দীর্ঘদিন ধরেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিলেও, টেস্ট ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন জাডেজা।

Soumya Gangully | Published : Nov 1, 2024 10:55 AM IST / Updated: Nov 01 2024, 05:05 PM IST
16
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের হয়ে পঞ্চম সর্বাধিক উইকেট নেওয়ার নজির রবীন্দ্র জাডেজার

টেস্ট ক্রিকেটে ৩১২ উইকেট হয়ে গেল রবীন্দ্র জাডেজার। তিনি এখন টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের হয়ে পঞ্চম সর্বাধিক উইকেট নেওয়া বোলার।

26
জাতীয় দলের দুই প্রাক্তন সতীর্থ জাহির খান ও ঈশান্ত শর্মাকে ছাপিয়ে গেলেন রবীন্দ্র জাডেজা

ভারতীয় দলের দুই প্রাক্তন পেসার জাহির খান ও ইশান্ত শর্মা টেস্ট ক্রিকেটে ৩১১ উইকেট করে নিয়েছেন। তাঁদের ছাপিয়ে গেলেন রবীন্দ্র জাডেজা।

36
জাতীয় দলের প্রাক্তন সতীর্থ হরভজন সিংয়ের চেয়ে অনেকটাই পিছিয়ে রবীন্দ্র জাডেজা

টেস্ট ক্রিকেটে ৪১৭ উইকেট নিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং। তাঁর চেয়ে বেশ খানিকটা পিছিয়ে রবীন্দ্র জাডেজা।

46
ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে টেস্ট ক্রিকেটে ডাবল করে ফেলেছেন রবীন্দ্র জাডেজা

টেস্ট ক্রিকেটে ইতিমধ্যেই ৩,০০০-এর বেশি রান করে ফেলেছেন রবীন্দ্র জাডেজা। একইসঙ্গে তিনি ৩০০-র বেশি উইকেট নিয়েছেন। 

56
শুক্রবার নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে আউট করে নতুন নজির গড়লেন রবীন্দ্র জাডেজা

শুক্রবার নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৫৩-তম ওভারের শেষ বলে গ্লেন ফিলিপসকে বোল্ড করে টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন রবীন্দ্র জাডেজা। তাঁর বল বুঝতেই পারেননি ফিলিপস।

66
শুক্রবার ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা

শুক্রবার ২২ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৬৫ রান দিয়ে ৫ উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা।

Share this Photo Gallery
click me!

Latest Videos