দীপাবলির উৎসবের মধ্যেই টেস্ট ম্যাচ, মাঠেই জনপ্রিয় হিন্দি গানে নেচে উঠলেন বিরাট, ভাইরাল ভিডিও

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। তবে খোশমেজাজেই আছেন বিরাট কোহলি। মাঠেই নেচে উঠলেন এই তারকা ক্রিকেটার।

Soumya Gangully | Published : Nov 1, 2024 8:59 AM IST / Updated: Nov 01 2024, 03:20 PM IST

সারা দেশ যখন আলোর উৎসবে মাতোয়ারা, তখন ভারতীয় ক্রিকেটাররা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে ব্যস্ত। শুক্রবার শুরু হল তৃতীয় টেস্ট ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ফলে ভারতীয় ক্রিকেটাররা এদিন সকালে ফিল্ডিং করতে নামেন। রোহিত শর্মা, বিরাট কোহলিদের ফিল্ডিং করতে নামতে দেখেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন মুম্বইয়ের ক্রিকেটপ্রেমীরা। তাঁরা ক্রিকেটারদের নাম ধরে চিৎকার করতে থাকেন, নাচ-গান শুরু করে দেন। কয়েকজন দর্শক বলিউডের বিখ্যাত ছবি 'রাম লখন'-এর বিখ্যাত গান 'মাই নেম ইজ লখন' গেয়ে ওঠেন। সেই গান বিরাটের কানে যায়। তিনিও ছোটবেলার এই জনপ্রিয় গান শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। মাঠেই নেচে ওঠেন বিরাট। তিনি সেই সময় স্লিপে ফিল্ডিং করছিলেন। বিরাটের এই নাচের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন এখনও পর্যন্ত এটাই সেরা দৃশ্য।

ফর্মে ফিরতে পারবেন বিরাট?

Latest Videos

পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দুই ইনিংসেই ভালো ব্যাটিং করতে পারেননি বিরাট। বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করেন এই তারকা ব্যাটার। বাকি তিন ইনিংসেই বড় রান পাননি বিরাট। এই কারণে তিনি সমালোচনার মুখে পড়েছেন। তবে টিম ম্যানেজমেন্ট বিরাটের পাশে দাঁড়িয়েছে। ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার বলেছেন, বিরাট, রোহিত শর্মার ফর্মে ফেরার জন্য সময় ও সুযোগ দরকার।

 

 

বিরাটকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন প্রধান কোচ অনিল কুম্বলে বলেছেন, টেস্ট মরসুম শুরু হওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে খেললে ভালো করতেন বিরাট। দীনেশ কার্তিকও বলেছেন, বিরাটের ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'জয়ের মানসিকতা আছে এমন খেলোয়াড় দরকার,' কে এল রাহুলকে কটাক্ষ সঞ্জীব গোয়েঙ্কার

অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে রিটেইন করল না কেকেআর, ঠিক সিদ্ধান্ত নেওয়া হল?

৪৬ জন ক্রিকেটারকে রিটেইন করল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি, কারা আছেন তালিকায়?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: নন্দীগ্রামে কালীপূজোর উদ্বোধনে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
'বাংলাদেশ দুই টুকরো হলে ইউনূস দায়ী থাকবে' মশাল হাতে মিছিল বাংলাদেশী হিন্দুদের
ন্যায় বিচারের দাবির ৮০ দিন পার, মশাল হাতে CGO অভিযান জুনিয়র চিকিৎসকদের
১১ বছরে পদার্পণ South 24 Parganas-র রায়বাঘিনী শ্যামা পুজো! উপচে পড়া ভিড় মাকে দেখার জন্য | Kali Puja
স্বপ্নাদেশে দেখা কালী! ৪৫০ বছর পর Nabadwip-এ এখনও চলে তন্ত্রমতে চক্ষুদান! | Kali Puja 2024 | Nadia