'জয়ের মানসিকতা আছে এমন খেলোয়াড় দরকার,' কে এল রাহুলকে কটাক্ষ সঞ্জীব গোয়েঙ্কার
গত মরসুমেই স্পষ্ট হয়েছিল, লখনউ সুপার জায়ান্টসে থাকবেন না কে এল রাহুল। বৃহস্পতিবার সরকারিভাবে জানা গেল, গত মরসুমের অধিনায়ককে রিটেইন করল না সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি।
| Published : Oct 31 2024, 10:34 PM IST
- FB
- TW
- Linkdin
সরকারিভাবে লখনউ সুপার জায়ান্টস থেকে বিদায় নিলেন কে এল রাহুল, ফিরবেন পুুরনো দলে?
২০২৫ সালের আইপিএল-এ যদি উইকেটকিপিং করতে রাজি থাকেন, তাহলে পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ফিরতে পারেন কে এল রাহুল।
গত মরসুমে হারের পর মাঠেই কে এল রাহুলকে তিরস্কার করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা
লখনউ সুপার জায়ান্টস গত মরসুমে একটি ম্যাচে হেরে যাওয়ার পর মাঠে দাঁড়িয়েই অধিনায়ক কে এল রাহুলকে ভর্ৎসনা করেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তখনই জল্পনা শুরু হয়েছিল, দল ছাড়বেন রাহুল।
বৃহস্পতিবার কে এল রাহুলকে ছেড়ে দেওয়ার পর কটাক্ষ করেছেন সঞ্জীব গোয়েঙ্কা
কে এল রাহুলকে কটাক্ষ করে সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, 'যে খেলোয়াড়দের জয়ের মানসিকতা আছে, তাদেরই দলে রাখতে চেয়েছিলাম আমরা।'
আইপিএল ২০২৫-এর নিলামে থাকবেন কে এল রাহুল, অনেক ফ্র্যাঞ্চাইজিই তাঁকে নিতে আগ্রহী হতে পারে
নভেম্বরে আইপিএল নিলাম হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পাশাপাশি আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি কে এল রাহুলকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে।
বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হলে দলে ফিরতে পারেন কে এল রাহুল
২০২৫ সালের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে ফিরতে পারেন বিরাট কোহলি। তাঁর সঙ্গে কে এল রাহুলের সখ্য আছে। ফলে আরসিবি-তে ফিরতে পারেন রাহুল।
২০২৫ সালের আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসকে জবাব দেওয়ার লড়াই কে এল রাহুলের
২০২৫ সালের আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সঞ্জীব গোয়েঙ্কার অপমানের জবাব দিতে চাইবেন কে এল রাহুল।