India vs Pakistan: মুখোমুখি হবে ভারত বনাম পাকিস্তান! ঠিক চার মাস পর বিশ্বকাপ ক্রিকেটে দুই দলের খেলা কবে এবং কোথায়?

Published : Jun 16, 2025, 06:29 PM ISTUpdated : Jun 16, 2025, 07:17 PM IST
INDIAN WOMEN CRICKET TEAM

সংক্ষিপ্ত

India vs Pakistan: গতবছর, অক্টোবর মাসে মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপে শেষবারের জন্য মুখোমুখি হয়েছিল ভারত বনাম পাকিস্তান।  

India vs Pakistan: চলতি বছর অক্টোবর মাসে আরও একবার তারা একে অপরের বিরুদ্ধে খেলবে নামছে। চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই প্রতিযোগিতাতে দুটি দলই খেলতে নামবে (india vs pakistan women's world cup)।

তবে এখনও বিশ্বকাপের সূচি ঘোষণা না হলেও ‘ক্রিকইনফো’ জানিয়েছে, আগামী ৫ অক্টোবর হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। পাকিস্তান অবশ্য ভারতে খেলতে আসছে না। ঠিক যেইরকম চলতি বছর ভারতের পুরুষ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায়নি। শেষপর্যন্ত, ভারতের দাবি মেনে তাদের সব খেলা দুবাইতে দেওয়া হয়। 

তখনই আইসিসি জানিয়ে দেয়, পাকিস্তানও ২০২৭ সাল পর্যন্ত ভারতে খেলতে যাবে না। সেই নির্দেশ মেনে মহিলাদের একদিনের বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কার মাটিতে। আগামী ৫ অক্টোবর, কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হবে দুই দলের খেলা।

ভারত গ্রুপ পর্বের ম্যাচগুলি একাধিক মাঠে খেলবে। ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে ভারত-বাংলাদেশ ম্যাচটি হবে। পাকিস্তান অবশ্য তাদের সব ম্যাচ কলম্বোতেই খেলতে নামবে। ২ অক্টোবর বাংলাদেশ, ১৫ অক্টোবর ইংল্যান্ড, ১৮ অক্টোবর নিউজ়িল্যান্ড, ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকা এবং ২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে তারা। পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য অন্য দলগুলিকে তাই শ্রীলঙ্কায় যেতে হবে। এমনকি, শ্রীলঙ্কাকেও ভারত থেকে নিজেদের দেশে ফিরতে হবে।

উদ্বোধনী ম্যাচ কবে?

আগামী ১ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইন্দোরে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং নিউজ়িল্যান্ড। এরপর ২২ অক্টোবর, সেই মাঠেই অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচটি।

আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্বে মোট ২৮টি ম্যাচ হবে। নক আউটে আরও তিনটি ম্যাচ খেলা হবে। বেঙ্গালুরু এবং ইন্দোর ছাড়াও গুয়াহাটি, বিশাখাপত্তনম এবং কলম্বোতেও খেলা হবে। আগামী ২৯ এবং ৩০ অক্টোবর, দুটি সেমিফাইনাল হওয়ার কথা রয়েছে। আর ২ নভেম্বর, হবে ফাইনাল। গত ২০১৩ সালের পর, আবারও ভারতের মাটিতে মহিলাদের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। গতবারের মতোই রাউন্ড রবিন ফরম্যাটে খেলাগুলি হবে। অর্থাৎ, গ্রুপ পর্বে আটটি দলের মধ্যে সবাই সবার বিরুদ্ধে খেলবে। 

সেখান থেকে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনালে উঠবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে