India Vs South Africa: সুপারস্পোর্ট পার্কে ভেজা আউটফিল্ড, বিলম্বিত টস

১৯৯২ সাল থেকে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারতীয় দল। কিন্তু এখনও পর্যন্ত একবারও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এবার সেই অধরা স্বপ্নপূরণ করতে মরিয়া রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

Soumya Gangully | Published : Dec 26, 2023 7:10 AM IST / Updated: Dec 26 2023, 01:44 PM IST

ভারত-দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজের মতোই টেস্ট সিরিজেও হানা দিল বৃষ্টি। সোমবার বৃষ্টির জন্য মাঠে অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। মঙ্গলবার বক্সিং ডে টেস্ট ম্যাচে টস হওয়ার কথা ছিল ভারতীয় সময় অনুযায়ী দুপুর একটায়। কিন্তু সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কের আউটফিল্ড ভেজা থাকায় টস পিছিয়ে গেল। ভারতীয় সময় অনুযায়ী দুপুর দেড়টায় ফের মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। এরপর জানা যেতে পারে কখন ম্যাচ শুরু হবে। ভারতে যখন শীতকাল, আফ্রিকায় তখন বর্ষাকাল। এই ম্যাচ চলাকালীন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তা সত্ত্বেও কেন আয়োজকরা আউটফিল্ড শুকনো রাখার ব্যবস্থা করতে পারলেন না, সেটা নিয়ে প্রশ্ন উঠছে।

দক্ষিণ আফ্রিকায় অনুন্নত পরিকাঠামো

Latest Videos

সুপারস্পোর্ট পার্কের আউটফিল্ডের পাশাপাশি পিচেও স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে। হেয়ার-ড্রায়ার দিয়ে পিচ শুকনো করে তোলার চেষ্টা চালাচ্ছেন মাঠকর্মীরা। সেঞ্চুরিয়নের পরিকাঠামো একেবারেই ভালো নয়। ইডেন গার্ডেন্সে সারা মাঠ ঢেকে রাখার ব্যবস্থা রয়েছে। বৃষ্টি হলে পিচ ও আউটফিল্ড দ্রুত শুকনো করে তোলার জন্য উন্নত ব্যবস্থা রয়েছে। সুপার সপার ব্যবহার করা হয়। কিন্তু সেঞ্চুরিয়নে সেরকম কোনও ব্যবস্থা নেই। 

টেস্টে প্রসিদ্ধ কৃষ্ণর অভিষেক

এই ম্যাচ শুরু হলে প্রথমবার টেস্ট ম্যাচ খেলবেন ভারতীয় দলের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। সেঞ্চুরিয়নে তাঁর অভিষেক হচ্ছে। প্রসিদ্ধর হাতে ভারতের টেস্ট দলের টুপি তুলে দিয়েছেন সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা। এই ম্যাচে খেলার জন্য প্রসিদ্ধর সঙ্গে লড়াইয়ে ছিলেন বাংলার পেসার মুকেশ কুমার ও অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু পরিবেশ-পরিস্থিতি বিচার করে টিম ম্যানেজমেন্ট প্রসিদ্ধকেই বেছে নিয়েছে। সুপারস্পোর্ট পার্কের পিচ থেকে বরাবরই সাহায্য পান পেসাররা। এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না। সেই কারণেই টিম ম্যানেজমেন্টের আশা, বাউন্সারের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ঘায়েল করতে পারবেন কৃষ্ণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: ২ বছর আগের সফরে সাফল্য পাননি, দক্ষিণ আফ্রিকায় হিসেব মেটানোর লক্ষ্যে বিরাট

India Vs South Africa: তৈরি রোহিত, বিরাট, বুমরা, দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত

India Vs South Africa: ৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতার লক্ষ্যে ভারত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati