
Shubman Gill Injury: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) টেস্ট সিরিজের শুরুতেই অধিনায়ক শুবমান গিলের চোট নিয়ে সমস্যায় পড়ে গেল ভারতীয় দল। শনিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন চার নম্বরে ব্যাটিং করতে নেমে তিন বল খেলে চার রান করে অবসৃত হন শুবমান। ভারতের ইনিংসের ৩৫-তম ওভারে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) আউট হয়ে যাওয়ার পর ক্রিজে যান শুবমান। তাঁকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। সাইমন হার্মারের (Simon Harmer) বলে বাউন্ডারি মারেন ভারতের অধিনায়ক। কিন্তু এরপরেই তাঁকে মাঠ ছাড়তে হয়। দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাটিং করতে পারবেন কি না, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। বিসিসিআই মেডিক্যাল টিম (BCCI medical team) শুবমানের চোট পরীক্ষা করে দেখছে।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শুবমান গিল ঘাড়ে চোট পেয়েছেন। বিসিসিআই মেডিক্যাল টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। তিনি কেমন থাকেন তার ভিত্তিতেই ফের মাঠে নামার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
শনিবার ব্যাটিং করতে নামার পর হার্মারের প্রথম দুই বল খেলতে শুবমানের কোনও সমস্যাই হয়নি। তৃতীয় বলে তিন স্কোয়্যার লেগের উপর দিয়ে স্যুইপ করেন। এই শট খেলার পরেই তাঁর ঘাড়ের পেশিতে চোট লাগে। তিনি হেলমেট খুলে ফেলেন এবং চোট পাওয়া জায়গায় হাত বোলাতে শুরু করেন। ভারতীয় দলের ফিজিও মাঠে ছুটে যান। মাঠেই শুবমানের চোট পরীক্ষা করা হয়। এরপর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘাড়ে চোট অত্যন্ত সংবেদনশীল বিষয়। এই চোট গুরুতর হয়ে উঠলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। শুবমানের যাতে সেই সমস্যা না হয়, তা নিশ্চিত করতে চাইছে ভারতীয় দল। এই কারণেই ঘাড়ে চোট পাওয়ার পর অধিনায়ককে আর মাঠে রাখার ঝুঁকি নেওয়া হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।