Mohammed Shami: বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2025) ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। কিন্তু তিনি জাতীয় দলে জায়গা পাচ্ছেন না। ভবিষ্যতে এই পেসার হয়তো আর ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন না।
KNOW
India vs South Africa: শুক্রবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুরু হচ্ছে ভারত-দক্ষিণ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2025) খেলার সুবাদে মহম্মদ শামির (Mohammed Shami) ঘরের মাঠ ইডেন। কিন্তু জাতীয় দলের বাইরে থাকায় ঘরের মাঠে টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন না এই পেসার। বৃহস্পতিবার এ বিষয়ে মুখ খুললেন ভারতের টেস্ট দলের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তিনি বলেছেন, ‘শামি ভাইয়ের মতো দক্ষ বোলার খুব বেশি নেই। কিন্তু আমরা আকাশ দীপ (Akash Deep), প্রসিদ্ধর (কৃষ্ণ) (Prasidh Krishna) মতো খেলোয়াড়দের পারফরম্যান্স উপেক্ষা করতে পারি না। (জসপ্রীত) বুমরা (Jasprit Bumrah), (মহম্মদ) সিরাজও (Mohammed Siraj) ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। আমরা সেটা দেখেছি। আমরা পরবর্তী টেস্ট সিরিজ কোথায় খেলব, সেদিকেও আমাদের নজর রয়েছে। নির্বাচকরাই ভালো জবাব দিতে পারবেন।’
শামির ফিটনেস নিয়ে বিতর্ক
শুবমান তাঁর সতীর্থ শামির প্রশংসা করলেও, এই পেসারের ফিটনেস নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শামি নিজেকে ফিট বলে দাবি করলেও, নির্বাচকরা সে কথা মানতে নারাজ। টিম ম্যানেজমেন্টও শামির ফিটনেস রুটিন, ঠিকমতো রিহ্যাব না করা নিয়ে বিরক্ত। এই কারণেই তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না বলে বিসিসিআই (BCCI) সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে সরাসরি কোনও জবাব দেননি শুবমান। তিনি নির্বাচকদের উপর সবকিছু ছেড়ে দিয়েছেন। অধিনায়ক হিসেবে তিনি শামিকে দলে নেওয়ার জন্য দাবি জানাবেন কি না, সে বিষয়েও কিছু বলেননি শুবমান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের প্রত্যাশায় শুবমান
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship) জিতেছে দক্ষিণ আফ্রিকা। সেই দলের বিরুদ্ধে ভারতীয় দলের লড়াই কঠিন হবে বলেই আশা করছেন শুবমান। তবে তিনি এই চ্যালেঞ্জ নিতে তৈরি। ভারতের অধিনায়ক বলেছেন, ‘আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে এই দুই টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা খুব ভালো দল। ওরা চ্যাম্পিয়ন। যখন কঠিন পরিস্থিতি আসে, তখন আমরা ভালোভাবেই সেই পরিস্থিতি সামাল দিয়েছি। পিচ ভালো। ভারতের উইকেট যেমন হয়, তেমনই হয়েছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


