
India vs South Africa First ODI: ২০২৫ সালের শেষদিকে এসেও নিজেদের দিনে যে কোনও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। রবিবার রাঁচিতে (Ranchi) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ফের নিজেদের প্রমাণ করলেন এই দুই তারকা। ওপেন করতে নেমে ৫১ বলে ৫৭ রান করেন রোহিত। তিনি পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। বিরাটের সঙ্গে ১০৯ বলে ১৩৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন রোহিত। তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ১৬ বলে ১৮ রান করে আউট হয়ে যাওয়ার পর ক্রিজে যান বিরাট। তারপর তিনি রোহিতকে সঙ্গে নিয়ে ভারতীয় দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। রোহিত ফিরে যাওয়ার পরেও ক্রিজে টিকে থেকে দলকে ভরসা দিতে থাকেন বিরাট।
রাঁচিতে পৌঁছনোর পর ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে দেখা করেন বিরাট। নিজে গাড়ি চালিয়ে তাঁকে টিম হোটেলে পৌঁছে দেন ধোনি। রবিবার তাঁর শহরে এই ম্যাচে অসাধারণ শতরান করেন বিরাট। তিনি ১০২ বলে শতরান পূরণ করেন। মার্কো জ্যানসেনের (Marco Jansen) বলে বাউন্ডারি মেরে ৯৯ থেকে ১০৩ রানে পৌঁছে যান বিরাট। তিনি শতরান করার পথে সাতটি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি মারলেন। ওডিআই ফর্ম্যাটে ৫২-তম শতরান করলেন বিরাট।
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে ষষ্ঠ শতরান করলেন বিরাট। তিনি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও ডেভিড ওয়ার্নারকে (David Warner) ছাপিয়ে গেলেন। এই দুই তারকা প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে পাঁচটি করে শতরান করেন। এবার তাঁদের চেয়ে এগিয়ে গেলেন বিরাট। তিনি রাঁচিতে ওডিআই ফর্ম্যাটে তৃতীয় শতরান করলেন। এই শহরে পাঁচ ইনিংসে তৃতীয় শতরান করলেন এই তারকা। ভারতের কোনও স্টেডিয়ামে সবচেয়ে কম ইনিংস খেলে সবচেয়ে বেশি শতরানের রেকর্ডের অধিকারী হয়ে গেলেন বিরাট। সচিন ভদোদরায় ওডিআই ফর্ম্যাটে সাত ইনিংস খেলে তিনটি শতরান করেন। বিশাখাপত্তনমে (Visakhapatnam) বিরাট সাত ইনিংস খেলে তিন শতরান করেন। তিনিই পুণেতে (Pune) আট ইনিংস খেলে তিনটি শতরান করেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।