'শান্ত থাকা মানেই নীরব নয়, নিয়ন্ত্রণ,' ইনস্টাগ্রাম পোস্ট স্মৃতি মন্ধানার

Published : Dec 09, 2025, 10:14 AM ISTUpdated : Dec 09, 2025, 10:29 AM IST
Smriti Mandhana

সংক্ষিপ্ত

Smriti Mandhana: স্মৃতি মন্ধানাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই যে চর্চা চলছে, তা অব্যাহত। আপাতত মাঠের বাইরে এই বিশ্বকাপজয়ী ক্রিকেটারের ব্যক্তিগত জীবন নিয়েই দেশজুড়ে আলোচনা চলছে।

DID YOU KNOW ?
স্মৃতির বিয়ে ভাঙল
নিজেই পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার কথা ঘোষণা করেছেন স্মৃতি মন্ধানা। তিনি ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে চাইছেন।

Smriti Mandhana's Instagram post: দেশজুড়ে তাঁকে নিয়ে যে আলোচনা চলছে, তার পরিপ্রেক্ষিতে সরাসরি মুখ খোলেননি। কিন্তু ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন স্মৃতি মন্ধানা। তিনি সাম্প্রতিকতম পোস্টে লিখেছেন, ‘আমার কাছে শান্ত থাকা মানেই নীরব থাকা নয়। এটা নিয়ন্ত্রণ।’ এই পোস্টের মাধ্যমে স্মৃতি কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের মধ্যে আলোচনা চলছে। এর আগে রবিবার এক সংক্ষিপ্ত বিবৃতি জারি করে এই ক্রিকেটার বলেন, তিনি সবার উদ্দেশ্যে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকার আবেদন জানাচ্ছেন। তিনি ব্যক্তিগত জীবনের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে সম্মান জানানোর জন্য অনুরাগীদের কাছে অনুরোধ করেন। এরপর এই ইনস্টাগ্রাম পোস্ট। ফলে ফের চর্চায় স্মৃতি। তিনি যতই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা বন্ধ করতে চান না কেন, তাঁর ব্যক্তিগত জীবনই এখন আলোচনার কেন্দ্রে।

পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে হচ্ছে না স্মৃতির

পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে স্মৃতির বিয়ে আচমকা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ার পর বাতিলই হয়ে গিয়েছে। এই ক্রিকেটার নিজেই জানিয়েছেন, তাঁর বিয়ে ভেঙে গিয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা না করার আর্জিও জানিয়েছেন স্মৃতি। কিন্তু সেটা আর হচ্ছে না। কারণ, তাঁর বিয়ে স্থগিত হয়ে যাওয়ার পর থেকেই নানা জল্পনা চলছিল। পলাশের পরিবারের একাধিক সদস্য মুখ খুলেছিলেন। তাঁরা দাবি করেছিলেন, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সবকিছু যে ঠিক নেই, তা বোঝা যাচ্ছিল। স্মৃতির পরিবারের কেউ প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলেননি। তাঁরা ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে নারাজ। 

 

 

ক্রিকেটে মন দিতে চাইছেন স্মৃতি

ব্যক্তিগত জীবনের বিপর্যয় সামাল দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য ক্রিকেটকেই আঁকড়ে ধরতে চাইছেন স্মৃতি। তিনি আবার ভালো খেলতে শুরু করলেই বিয়ে ভেঙে যাওয়া নিয়ে আলোচনা থেমে যাবে। সে কথা ভালোভাবে জানেন বলেই মাঠে ফিরতে চাইছেন এই ক্রিকেটার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৩
২৩ নভেম্বর স্মৃতি মন্ধানার বিয়ের দিন ছিল।
২৩ নভেম্বর পলাশ মুচ্ছলের সঙ্গে স্মৃতি মন্ধানার বিয়ে হওয়ার কথা ছিল। তবে সেই বিয়ে হচ্ছে না।
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?