
Shubman Gill: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হয়তো আর মাঠে নামতে পারবেন না ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল। শনিবার ইডেন টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিং করতে নেমে ঘাড়ে চোট পান তিনি। এরপর তাঁকে মাঠ ছাড়তে হয়। তিন বল খেলে চার রান করেন ভারতের অধিনায়ক। এরপর তিনি অবসৃত হন। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে জানানো হয়, শুবমানের চোট পরীক্ষা করা হচ্ছে। এরপর জানা গেল, তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাতে হাসপাতালেই থাকতে হচ্ছে শুবমানকে। তাঁর ঘাড়ের চোট গুরুতর হতে পারে। হাসপাতালে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ভারতীয় শিবিরের আশা, অধিনায়কের ঘাড়ের চোট গুরুতর হবে না। ইডেনে আর মাঠে নামা সম্ভব না হলেও, গুয়াহাটিতে (Guwahati) দ্বিতীয় টেস্ট ম্যাচে হয়তো খেলতে পারবেন শুবমান।
শনিবার ভারতের প্রথম ইনিংসের ৩৫-তম ওভারে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) আউট হয়ে যাওয়ার পর ক্রিজে যান শুবমান। দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মারের (Simon Harmer) বলে স্যুইপ করতে গিয়ে ঘাড়ে চোট পান ভারতের অধিনায়ক। তাঁর ঘাড় শক্ত হয়ে গিয়েছে। ঘাড়ে সার্ভাইকাল কলার পরিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর চোট গুরুতর কি না, তা জানার জন্য নানা ধরনের পরীক্ষা করা হচ্ছে। চিকিৎসকরা চোটের ধরনের বিষয়ে নিশ্চিত হলে তারপরেই প্রয়োজনীয় চিকিৎসা শুরু হবে।
শনিবার খেলা শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেলকে (Morne Morkel) শুবমানের চোট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তবে তিনি আসল বিষয় এড়িয়ে গিয়ে বলেন, ‘ওর ঘাড় কীভাবে শক্ত হয়ে গেল, তা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। ওর হয়তো রাতে ভালো ঘুম হয়নি। যদিও আমার তা মনে হয় না। হয়তো বেশি চাপ পড়ার জন্যই ও চোট পেয়েছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।