আইপিএল ২০২৬: ভেঙ্কটেশ আইয়ারে আগেই মোহভঙ্গ, আন্দ্রে রাসেলকেও ছেড়ে দিল কেকেআর!

Published : Nov 15, 2025, 07:15 PM IST
Andre Russell

সংক্ষিপ্ত

IPL 2026: আইপিএল ২০২৬-এর নিলামের বেশিদিন বাকি নেই। সব ফ্র্যাঞ্চাইজি নিলামের আগে ট্রেড ও খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার মাধ্যমে দল গুছিয়ে নিল। এবার নিলামের জন্য তৈরি হচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি।

DID YOU KNOW ?
২৩ কোটির ব্যাটারে মোহভঙ্গ
২০২৫ সালের আইপিএল-এ ভেঙ্কটেশ আইয়ারের দর ছিল ২৩ কোটি টাকা। এই ক্রিকেটারকেই এবার ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স।

Kolkata Knight Riders: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আর 'রাসেল মাসল' ধ্বনি উঠবে না। এই ক্যারিবিয়ান তারকার নাম ধরে চিৎকার করবেন না কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা। আগামী মরসুমের আইপিএল-এর (IPL 2026) আগে আন্দ্রে রাসেলকে (Andre Russel) ছেড়ে দিল কেকেআর। এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ২০১৪ সালে কেকেআর-এ যোগ দেন। তারপর তিনি কলকাতার তারকা হয়ে ওঠেন। এত বছরে তিনি দল বদলাননি। ২০২০ সালে কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর (Venky Mysore) ঘোষণা করেছিলেন, রাসেল যতদিন না টি-২০ ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করবেন, ততদিন তাঁকে এই ফ্র্যাঞ্চাইজিতে ধরে রাখা হবে। কিন্তু ২০২৫ সালের আইপিএল-এ কেকেআর-এর খারাপ পারফরম্যান্সের পর দলে আমূল বদল করা হচ্ছে। এই কারণেই রাসেলকেও ছেড়ে দেওয়া হল। গত আইপিএল-এ ১২ কোটি টাকা দর ছিল রাসেলের। তিনি ফের আইপিএল-এর নিলামে থাকবেন। এবার হয়তো অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন এই ক্যারিবিয়ান তারকা। তাঁর অভাব অনুভব করতে পারে কেকেআর।

আর কাদের ছেড়ে দিল কেকেআর?

রাসেল ছাড়াও ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), কুইন্টন ডি কক (Quinton de Kock), মইন আলি (Moeen Ali), অ্যানরিখ নর্খিয়ে (Anrich Nortje), স্পেনসার জনসন (Spencer Johnson) ও রহমানউল্লাহ গুরবাজকে (Rahmanullah Gurbaz) ছেড়ে দিল কেকেআর। গত মরসুমে ভেঙ্কটেশকে দলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু খারাপ পারফরম্যান্সের পর ভেঙ্কটেশে মোহভঙ্গ হয়েছে কেকেআর ম্যানেজমেন্টের। এই কারণেই তাঁকেও ছেড়ে দেওয়া হল।

কাদের রিটেইন করল কেকেআর?

অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), অঙ্গকৃশ রকঘুবংশী (Angkrish Raghuvanshi), অনুকূল রায় (Anukul Roy), হর্ষিত রানা (Harshit Rana), মণীশ পাণ্ডে (Manish Pandey), রমনদীপ সিং (Ramandeep Singh), রিঙ্কু সিং (Rinku Singh), রভম্যান পাওয়েল (Rovman Powell), সুনীল নারিন (Sunil Narine), উমরান মালিক (Umran Malik), বৈভব অরোরা (Vaibhav Arora) ও বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy) রিটেইন করার কথা ঘোষণা করেছ কেকেআর

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১৪
২০১৪ সালে কেকেআর-এ যোগ দেন আন্দ্রে রাসেল।
২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন আন্দ্রে রাসেল।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম