
Guwahati Test: রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) একার লড়াই কোনও কাজে লাগল না। গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ৪০৮ রানে হেরে গেল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার পক্ষে সিরিজের ফল ২-০। বুধবার দ্বিতীয় ইনিংসে ১৪০ রানে অলআউট হয়ে গেল ভারত। এই ১৪০ রানের মধ্যে জাডেজা একাই করলেন ৫৪ রান। দ্বিতীয় সর্বাধিক ১৬ রান করলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) করেন ১৩ রান। সাই সুদর্শন (Sai Sudharsan) করেন ১৪ রান। এই ম্যাচে ভারতের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) করেন ১৩ রান। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। এই কারণেই এত বড় ব্যবধানে হেরে গেল ভারত।
গুয়াহাটি টেস্টের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩ ওভার বোলিং করে ৬ মেডেন-সহ ৩৭ রান দিয়ে ৬ উইকেট নিলেন অফ-স্পিনার সাইমন হার্মার (Simon Harmer)। ৩৭ রান দিয়ে জোড়া উইকেট নিলেন অপর এক স্পিনার কেশব মহারাজ (Keshav Maharaj)। প্রথম ইনিংসে শতরান করা সেনুরান মুথুস্বামী (Senuran Muthusamy) ২১ রান দিয়ে ১ উইকেট নিলেন। পেসার মার্কো জ্যানসেন (Marco Jansen) ২৩ রান দিয়ে ১ উইকেট নিলেন।
গুয়াহাটিতে প্রথমবার কোনও টেস্ট ম্যাচ হল। এই ম্যাচেই নতুন লজ্জাজনক রেকর্ড গড়ল ভারতীয় দল। টেস্ট ক্রিকেটে কোনও ম্যাচে সবচেয়ে বেশি রানে হেরে গেল ভারত। এর আগে টেস্টে সবচেয়ে বেশি রানে হারের রেকর্ড ছিল ২০০৪ সালে নাগপুরে (Nagpur) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ৩৪২ রানে হার। তার আগে ২০০৬ সালে করাচিতে (Karachi) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ৩৪১ রানে হেরে গিয়েছিল ভারতীয় দল। ২০০৭ সালে মেলবোর্নে (Melbourne) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩৭ রানে হেরে যায় ভারত। ২০১৭ সালে পুণেতে (Pune) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩৩ রানে হেরে যায় ভারতীয় দল। ১৯৯৬ সালে কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ৩২৯ রানে হেরে যায় ভারত। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রানে জয় পেল দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০১৮ সালে জোহানেসবার্গে (Johannesburg) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৯২ রানে জয় পায় প্রোটিয়ারা। ২০০০ সালে হ্যান্সি ক্রোনিয়ের (Hansie Cronje) নেতৃত্বে ভারত সফরে এসে টেস্ট সিরিজে ২-০ জয় পায় দক্ষিণ আফ্রিকা। ২৫ বছর পর ফের ভারত সফরে এসে টেস্ট সিরিজে ২-০ জয় পেল প্রোটিয়ারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।