
Guwahati Test: যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ১৩, কে এল রাহুল (KL Rahul) ৬, কুলদীপ যাদব (Kuldeep Yadav) ৫, ধ্রুব জুরেল (Dhruv Jurel) ২, ঋষভ পন্থ (Rishabh Pant) ১৩। যে পিচে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) প্রথম ইনিংসে ৪৮৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৬০ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে, সেখানে দ্বিতীয় ইনিংসে ৫৮ রানের মধ্যে ভারতীয় দলের ৫ উইকেট পড়ে গেল। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সিরিজের প্রথম টেস্টের পিচ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। কিন্তু ক্রিজে টিকে থাকলে যে সেই পিচেও রান করা যায়, তা দেখিয়ে দেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। ভারতের ব্যাটাররা নিজেদের দক্ষতা প্রয়োগ করতে পারেননি। গুয়াহাটিতে পিচ নিয়ে কোনও সমস্যা নেই। সেখানেও ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপ ব্যর্থ। বুধবার ম্যাচের পঞ্চম দিন প্রথম সেশনের পর দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের স্কোর ৫ উইকেটে ৯০। জয়ের জন্য ৪৫৯ রান দরকার ভারতের। তবে জয়ের বদলে ড্র করার কথাই ভাবছে ভারতীয় দল। ২৩ রান করে অপরাজিত জাডেজা। ১৪ রান করে অপরাজিত সাই সুদর্শন।
গুয়াহাটি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২০১ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। এর মধ্যে ওপেনার যশস্বী করেন ৫৮ রান। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) করেন ৪৮ রান। রাহুল করেন ২২ রান। সাই সুদর্শন (Sai Sudharsan) করেন ১৫ রান। জুরেল রান করার আগেই আউট হয়ে যান। এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক ঋষভ ৭ রান করেই আউট হয়ে যান। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) করেন ৬ রান। নীতীশ রেড্ডি (Nitish Reddy) করেন ১০ রান। কুলদীপ করেন ১৯ রান। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) করেন ৫ রান। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ২ রান করে অপরাজিত থাকেন। এরপর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হল ভারতের ব্যাটিং লাইনআপ।
গুয়াহাটি টেস্টের প্রথম ইনিংসে ৬৪ রান দিয়ে ৩ উইকেট সাইমন হার্মার (Simon Harmer)। ৪৮ রান দিয়ে ৬ উইকেট নেন মার্কো জ্যানসেন (Marco Jansen)। এরপর দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন হার্মার। ১৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন জ্যানসেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।