'দুঃখিত, আমরা এবার প্রত্যাশা পূরণ করতে পারিনি,' হারের পর ক্ষমা চাইলেন ঋষভ পন্থ

Published : Nov 27, 2025, 06:15 PM ISTUpdated : Nov 27, 2025, 06:21 PM IST
Rishabh pant apologizes to fans

সংক্ষিপ্ত

India vs South Africa: গুয়াহাটি টেস্টে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি, দলও হেরে গিয়েছে। অধিনায়ক হিসেবে এই ব্যর্থতার দায় নিচ্ছেন ঋষভ।

DID YOU KNOW ?
৪০৮ রানে হার
বুধবারের আগে পর্যন্ত ভারতীয় দল কোনওদিন টেস্ট ক্রিকেটে ৪০০ রানের ব্যবধানে হারেনি। এবার দেশের মাটিতে এই লজ্জাজনক রেকর্ড তৈরি হল।

Rishabh Pant: দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) টেস্ট সিরিজে ভারতীয় দল হেরে যাওয়ার পর নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডলে এক আবেগঘন বার্তার মাধ্যমে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন ঋষভ পন্থ। গুয়াহাটি টেস্টে (Guwahati Test) ভারতীয় দলের অধিনায়ক লিখেছেন, ‘এ কথা অস্বীকার করার কোনও জায়গা নেই যে আমরা গত দুই সপ্তাহে ভালো ক্রিকেট খেলতে পারিনি। দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমরা সবসময় সেরা পারফরম্যান্স দেখাতে চাই এবং কোটি কোটি ভারতীয়র মুখে হাসি ফোটাতে চাই। দুঃখিত, এবার আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি। কিন্তু খেলা শিক্ষা দেয়, সব পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া শেখায় এবং উন্নতি করার সুযোগ দেয়। দলগতভাবে আমরা যেমন এসব শিক্ষা পেতে পারি, তেমনই ব্যক্তিগতভাবেও শিখতে পারি। ভারতের প্রতিনিধিত্ব করা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্মানের বিষয়। এই দলের কী ক্ষমতা, তা আমরা জানি। আমরা কঠোর পরিশ্রম করব, আবার একত্রিত হব, ফের খেলায় মন দেব এবং প্রত্যাবর্তনের জন্য নিজেদের তৈরি করব। দলগতভাবে ও ব্যক্তিগতভাবে উন্নতি করার চেষ্টা করব। সবসময় সমর্থন করার জন্য এবং ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থ

ইংল্যান্ড সফরে (India Tour of England, 2025) চোট পাওয়ার পর কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয়েছে ঋষভকে। চোট সারিয়ে জাতীয় দলে ফিরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্রথম টেস্ট ম্যাচে যথাক্রমে ২৭ ও ২ রান করেন এই তারকা। এরপর বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) দ্বিতীয় টেস্টে যথাক্রমে ৭ ও ১৩ রান করেন তিনি। এই কারণেই অনুরাগীদের কাছে ক্ষমা চাইলেন ঋষভ

 

 

সবচেয়ে বেশি রানে হার ভারতের

ঋষভের নেতৃত্বেই টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানে হারের লজ্জাজনক রেকর্ড গড়েছে ভারতীয় দল। গুয়াহাটি টেস্টে ৪০৮ রানে হেরে গিয়েছে ভারত। দেশের মাটিতে এই লজ্জাজনক হারের পর অনেকেই সমালোচনা শুরু করেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪৯
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ইনিংসে ৪৯ রান ঋষভ পন্থের।
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ৪ ইনিংস খেলে মাত্র ৪৯ রান করেছেন ঋষভ পন্থ।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম