
Gautam Gambhir: দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) টেস্ট সিরিজে হারের পর ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ অনিশ্চিত। তাঁর ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন তৈরি হয়েছে। অনেকেই বলছেন, দল নিয়ে ক্রমাগত পরীক্ষা-নিরীক্ষা, অলরাউন্ডারদের উপর অতিরিক্ত নির্ভরতা, টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক অতীতে যাঁরা ভালো পারফরম্যান্স দেখিয়েছেন অথচ এখন দলের বাইরে আছেন তাঁদের দলে ফেরানোর ক্ষেত্রে আপত্তির মাধ্যমে ভারতীয় ক্রিকেটের ক্ষতি করছেন গম্ভীর। তাঁর এই সব সিদ্ধান্তের জন্যই ২৫ বছর পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-২ ফলে হেরে গেল ভারতীয় দল। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দল ৩০ রানে হেরে যাওয়ার পর অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) চোট এবং পিচকে ঢাল করা হয়েছিল। কিন্তু গুয়াহাটির (Guwahati) বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) দ্বিতীয় টেস্ট ম্যাচে ৪০৮ রানে হারের কোনও অজুহাত দেওয়াই সম্ভব হচ্ছে না।
বুধবার গুয়াহাটিতে ভারতীয় দল হেরে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গম্ভীর বলেছেন, ‘বিসিসিআই (BCCI) কী করবে সে বিষয়ে সিদ্ধান্ত নিক। আমি ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাংবাদিক বৈঠকে বলেছিলাম, আমি গুরুত্বপূর্ণ নই, ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ। আমি এখন এখানে বসে সেই একই কথা বলছি।’
গম্ভীরের কোচিংয়ে গত ১২ মাসে মাত্র একবার টেস্ট সিরিজ জিততে পেরেছে ভারতীয় দল। তিন সিরিজে হারের মুখ দেখতে হয়েছে এবং একবার সিরিজ ড্র হয়েছে। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের পারফরম্যান্স খুব খারাপ। নিউজিল্যান্ডের (New Zealand) পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টেস্ট সিরিজ হেরে গেল ভারত। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখা যাচ্ছে না। ফলে দলের প্রস্তুতি, পরিকল্পনা, বাস্তবে পরিকল্পনা প্রয়োগ, দল বাছাই এবং গম্ভীরের সঙ্গে দলের সবার সম্পর্ক ও বোঝাপড়া নিয়ে প্রশ্ন উঠছে। তবে বিসিসিআই এখনই গম্ভীরকে সরিয়ে দেবে না বলেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। তাঁকে আরও কিছুদিন সময় দেওয়া হতে পারে। বিশেষ করে আগামী বছরের টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এখনই কোচ বদলের পথে হাঁটছে না বিসিসিআই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।