India vs South Africa ODI Series 2025: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে অধিনায়ক রোহিত শর্মা?

Published : Nov 19, 2025, 03:10 PM IST

India vs South Africa ODI Series 2025: ভারতের টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক শুভমান গিল ঘাড়ের চোটের জেরে বিশ্রামে রয়েছেন। সেই কারণে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে অধিনায়ক হতে পারেন রোহিত শর্মা। 

PREV
14
আবারও অধিনায়ক হচ্ছেন রোহিত?

শুভমান গিলের চোটের জেরে, দক্ষিণ আফ্রিকা সিরিজের অধিনায়কত্ব নিয়ে সংশয় তৈরি হয়েছে। BCCI আবার রোহিত শর্মাকে অধিনায়ক করার কথা ভাবছে বলে খবর। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা একদিনের সিরিজে কে নেতৃত্ব দেবেন?

24
ভারতের ওডিআই অধিনায়ক কে?

শুভমান গিল এবং শ্রেয়স আইয়ারের চোট রয়েছে। তাই BCCI এবার রোহিত শর্মাকে অধিনায়কত্বের দায়িত্ব দিতে পারে বলে সূত্রের খবর। অভিজ্ঞ রোহিত কি এই প্রস্তাব গ্রহণ করবেন?

34
রোহিত শর্মার অধিনায়কত্বের রেকর্ড

অধিনায়ক হিসেবে রোহিত শর্মার রেকর্ড কিন্তু দুর্দান্ত। তিনি ৪৬টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩৪টিতেই জয় এনে দিয়েছেন দেশকে। অর্থাৎ, জয়ের হার ৭৫%। যা তাঁকে অন্যতম সফল ভারতীয় অধিনায়ক হিসেবে প্রমাণ করে।

44
কেএল রাহুলও ভালো অপশন

মহম্মদ কাইফের মতে, দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য কেএল রাহুল একজন শক্তিশালী অধিনায়কত্বের দাবিদার। রোহিত রাজি না হলে, সহ-অধিনায়ক হিসেবে অভিজ্ঞ রাহুলকে এই দায়িত্ব দেওয়া হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories