
India vs South Africa Second T20: ১৬ ডিসেম্বর আবু ধাবিতে (Abu Dhabi) হতে চলেছে আইপিএল ২০২৬-এর মিনি নিলাম (IPL 2026 Mini Auction)। তার ঠিক আগে বৃহস্পতিবার নিউ চণ্ডীগড়ের (New Chandigarh) মুল্লানপুরের (Mullanpur) মহারাজা যাদবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Maharaja Yadavindra Singh International Cricket Stadium) ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে অসাধারণ ব্যাটিং করলেন কুইন্টন ডি কক (Quinton de Kock)। এই উইকেটকিপার-ব্যাটার ওপেন করতে নেমে ৪৬ বল খেলে ৯০ রান করে রান আউট হয়ে গেলেন। তিনি পাঁচটি বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারি মারেন। তাঁর জন্যই লড়াই করার মতো স্কোর করতে পারল দক্ষিণ আফ্রিকা। তবে ভারতীয় দলের ব্যাটাররাও পাল্টা লড়াই করতে তৈরি। ফলে জমজমাট ম্যাচ হচ্ছে।
এদিন টসে জিতে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, এই মাঠে ১৭৫ রান ভালো স্কোর। প্রথমে ব্যাটিং করতে নেমে ডি ককের দাপটে প্রোটিয়ারা চার উইকেট হারিয়ে ২১৩ রান করল। ফলে ভারতের ব্যাটারদের কাজ কঠিন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram) ২৯ রান করেন। ডনোভান ফেরেইরা (Donovan Ferreira) ১৬ বল খেলে ৩০ রান করে অপরাজিত থাকেন। ডেভিড মিলার (David Miller) ১২ বল খেলে ২০ রান করে অপরাজিত থাকেন। ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) ১৪ রান করেন। ওপেনার রিজা হেনড্রিকস (Reeza Hendricks) আট রান করেন।
ভারতের বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী চার ওভার বোলিং করে ২৯ রান দিয়ে জোড়া উইকেট নেন। অক্ষর প্যাটেল (Axar Patel) তিন ওভার বোলিং করে ২৭ রান দিয়ে এক উইকেট নেন। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) চার ওভার বোলিং করে ৪৫ রান দেন। আর্শদীপ সিং (Arshdeep Singh) চার ওভার বোলিং করে ৫৪ রান দেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) তিন ওভার বোলিং করে ৩৪ রান দেন। শিবম দুবে (Shivam Dube) দুই ওভার বোলিং করে ১৮ রান দেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।