
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এই ম্যাচ হচ্ছে নিউ চণ্ডীগড়ের (New Chandigarh) মুল্লানপুরের (Mullanpur) মহারাজা যাদবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Maharaja Yadavindra Singh International Cricket Stadium)। টসে জেতার পর সূর্যকুমার বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করব। এখানে শিশির পড়ছে। ফলে প্রথমে বোলিং করে নিলেই ভালো হবে। এই মাঠ অসাধারণ। এখানে প্রথমবার পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে। এই কারণে আমরা উত্তেজিত। দলের সবার পক্ষে দায়িত্ব বুঝে নেওয়া গুরুত্বপূর্ণ। এই উইকেটে ১৭৫ রান জয় পাওয়ার মতো স্কোর হতে পারে। গত ম্যাচে আমাদের বোলাররা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। আমাদের দলে দুর্দান্ত ভারসাম্য এসে গিয়েছে।’
সূর্যকুমার জানিয়েছেন, এই ম্যাচে ভারতীয় দলে কোনও বদল করা হয়নি। গত ম্যাচের দলই খেলছে। ভারতীয় দলের হয়ে খেলছেন- অভিষেক শর্মা (Abhishek Sharma), শুবমান গিল (Shubman Gill), সূর্যকুমার, তিলক ভার্মা (Tilak Varma), অক্ষর প্যাটেল (Axar Patel), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শিবম দুবে (Shivam Dube), জিতেশ শর্মা (Jitesh Sharma) (উইকেটকিপার), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ও আর্শদীপ সিং (Arshdeep Singh)। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন- রিজা হেনড্রিকস (Reeza Hendricks), কুইন্টন ডি কক (Quinton de Kock) (উইকেটকিপার), এইডেন মার্করাম (Aiden Markram) (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis), ডেভিড মিলার (David Miller), ডনোভান ফেরেইরা (Donovan Ferreira), জর্জ লিন্ডে (George Linde), মার্কো জ্যানসেন (Marco Jansen), লুথো সিপামলা (Lutho Sipamla), লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) ও ওটনিল বার্টম্যান (Ottneil Baartman)।
গত ম্যাচে চোট সারিয়ে দলে ফিরে অসাধারণ ব্যাটিং করেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক। দ্বিতীয় টি-২০ ম্যাচেও তাঁর উপর ভরসা রাখছে ভারতীয় দল। এই অলরাউন্ডারের প্রশংসা করেছেন সূর্যকুমার। তিনি এই সতীর্থের উপর ভরসা রাখছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।