সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে হেরে যাওয়ার পর কেপ টাউনে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে ভারতীয় দল।
গোড়ালির চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচেও খেলতে পারবেন না ভারতীয় দলের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তাঁর পরিবর্তে কেপ টাউনের নিউল্যান্ডসে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলে ডাক পেলেন আবেশ খান। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম টেস্ট ম্যাচে ভারতের পেসাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। বিশেষ করে প্রসিদ্ধ কৃষ্ণর পারফরম্যান্স আশানুরূপ নয়। সেই কারণে তাঁর পরিবর্তে কেপ টাউনে খেলার সুযোগ পেতে পারেন আবেশ। সিরিজে সমতা ফেরাতে হলে নিউল্যান্ডসে জয় পেতেই হবে ভারতীয় দলকে। সেই কারণেই এই ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট।
ওডিআই বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে শামি
এবারের ওডিআই বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেন ভারতীয় দলের পেসার শামি। তিনি কীভাবে গোড়ালিতে চোট পেয়েছেন সেটা স্পষ্ট নয়। তবে এই চোট তাঁকে ভোগাচ্ছে। ওডিআই বিশ্বকাপের পর ছুটি কাটাতে উত্তরাখণ্ডে গিয়েছিলেন শামি। সেখানে চোখের সামনে এক ব্যক্তিকে গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হতে দেখে ছুটে গিয়ে তাঁর প্রাণ বাঁচান শামি। তবে তিনি নিজে চোটমুক্ত হতে পারছেন না। এই পেসার কবে মাঠে ফিরতে পারবেন সেটা স্পষ্ট নয়। তাঁর পরিবর্তে আপাতত ভারতীয় দলের হয়ে খেলছেন আবেশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওডিআই সিরিজে ভালো পারফরম্যান্স দেখান এই পেসার। তিনি ৬টি উইকেট নেন। সেই কারণেই কেপ টাউনে খেলার সুযোগ পেতে পারেন আবেশ।
কেপ টাউনে অভিষেক হতে পারে আবেশের
ভারতীয় দলের হয়ে সীমিত ওভারের ফর্ম্যাটে বেশ কয়েকটি ম্যাচ খেললেও, এখনও পর্যন্ত টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি আবেশ। তিনি ৮টি ওডিআই ম্যাচ এবং ১৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ম্যাচে এখনও পর্যন্ত ১৪৯টি উইকেট পেয়েছেন আবেশ। তাঁর বোলিংয়ের গড় ২২.৬৫।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
MS Dhoni: ভালো খাবারের জন্য পাকিস্তানে যাওয়ার পরামর্শ ধোনির, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, ভাইরাল ভিডিও
Dean Elgar: কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবেই অবসর ডিন এলগারের