MS Dhoni: ভালো খাবারের জন্য পাকিস্তানে যাওয়ার পরামর্শ ধোনির, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, ভাইরাল ভিডিও

বিভিন্ন কারণে গত এক দশকে ভারতীয়দের কাছে পাকিস্তান আরও বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। এবার সেই পাকিস্তান প্রসঙ্গেই বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

অপ্রত্যাশিতভাবে পাকিস্তান প্রসঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি এক অনুরাগীর কাছে পাকিস্তানের খাবারের প্রশংসা করেন। ওই অনুরাগীকে ধোনি পরামর্শ দেন, ভালো খাবারের জন্য অন্তত একবার পাকিস্তানে যাওয়া উচিত। কিন্তু ওই ব্যক্তি বলেন, তিনি পাকিস্তানে যাবেন না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। এরপরেই অনেকে ধোনির সমালোচনা শুরু করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জায়গায় বসে কথা বলছেন ধোনি। তিনি একজনকে বলেন, 'আপনার একবার পাকিস্তানে গিয়ে খাওয়া উচিত।' জবাবে ওই ব্যক্তি বলেন, ‘আপনি ভালো খাবারের কথা বললেও আমি পাকিস্তানে যাচ্ছি না। আমি খাবার ভালোবাসি, কিন্তু আমি ওখানে যাব না।’

সামান্য কথা থেকেই বড় বিতর্ক

Latest Videos

ধোনির দেশপ্রেম নিয়ে কোনও প্রশ্ন নেই। তিনি ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক। একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে টি-২০, ওডিআই বিশ্বকাপ জিতেছেন ধোনি। তিনি ব্যাটার হিসেবেও দুর্দান্ত সাফল্য পেয়েছেন। আইপিএল-এও সফলতম অধিনায়ক ধোনি। তিনি চেন্নাই সুপার কিংসকে অসাধারণ সাফল্য এনে দিয়েছেন। ২০২৪ সালের আইপিএল-এও খেলতে তৈরি সিএসকে অধিনায়ক।

 

ভারতের মতোই পাকিস্তানে জনপ্রিয় ধোনি

আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতেই পাকিস্তান সফরে গিয়েছিলেন ধোনি। সেই সময় তাঁর লম্বা চুল ছিল। সেই হেয়ারস্টাইলের প্রশংসা করেন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ। পাকিস্তান সফরে ব্যাট হাতে সাফল্য পান ধোনি। এর ফলে তিনি পাকিস্তানেও জনপ্রিয় হয়ে ওঠেন। পাকিস্তানের সংস্কৃতি, খাবারের অনুরাগী হয়ে উঠেছেন ধোনিও। সে কথা প্রকাশ্যে বলতে গিয়েই বিতর্কে জড়িয়ে পড়লেন সিএসকে অধিনায়ক। মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলা, পুলওয়ামায় জঙ্গি হামলা-সহ বিভিন্ন ঘটনায় ভারত-পাকিস্তানের সম্পর্কে তিক্ততা বেড়েছে। ক্রিকেট নিয়েও ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় ২ দেশের ক্রিকেটপ্রেমীদের কথার লড়াই নিয়মিত দেখা যায়। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রশংসা করে বিপাকে ধোনি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Australia Vs Pakistan: অসাধারণ পারফরম্যান্সে বছর শেষ প্যাট কামিন্সের, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

India Vs South Africa: বিফলে বিরাটের লড়াই, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংসে হার ভারতের

MS Dhoni: দীর্ঘদিন পর ফের লম্বা চুল কেন রেখেছেন? খোলসা করলেন ধোনি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar