
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি সিরিজ। শুভমান গিলই সেখানে ওপেন করবেন, এমনটাই স্পষ্ট করে দিলেন ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীর। তিনি আরও বলেন, শুভমান গিল পুরোপুরি ফিট এবং দলে ফিরলে তিনিই ওপেন করবেন।
তবে এশিয়া কাপ এবং পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মার সঙ্গে ইনিংস ওপেন করেও গিল এখনও একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি। এক্ষেত্রে গম্ভীরের কথায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে সঞ্জু স্যামসনকে হয়ত মিডল অর্ডারে নামানো হতে পারে।
এর আগে খবর ছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম টেস্টে ঘাড়ে চোট পেয়ে ছিটকে যাওয়া গিল টি-টোয়েন্টি সিরিজের প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। তবে গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন যে, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্ট পাশ করে গিল প্রথম ম্যাচ থেকেই খেলতে নামবেন।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর জানুয়ারি মাসে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। তবে মিডল অর্ডারে জীতেশ শর্মাও বেশ ভালো খেলতে পারেন। কিন্তু আপাতত সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ।
আর সেই সিরিজে শুভমান গিলই সেখানে ওপেন করবেন বলে জানিয়েছেন গৌতম গম্ভীর। এমনটাই স্পষ্ট করে দিলেন ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীর। তিনি আরও বলেন, শুভমান গিল পুরোপুরি ফিট এবং দলে ফিরলে তিনিই ওপেন করবেন। আনা যাচ্ছে, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্ট পাশ করে গেছেন গিল এবং তিনি প্রথম ম্যাচ থেকেই খেলতে নামবেন।
সিরিজের প্রথম ম্যাচটি আগামী ৯ ডিসেম্বর, ওড়িশার কটকে বারাবটি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।