IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত

Published : Dec 06, 2025, 09:55 PM ISTUpdated : Dec 06, 2025, 10:07 PM IST
IND vs SA

সংক্ষিপ্ত

IND vs SA নিঃসন্দেহে দুরন্ত জয়। আর সেই সুবাদেই, ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি এবং রোহিত শর্মা ও বিরাট কোহলির যুগলবন্দীতে দক্ষিণ আফ্রিকাকে কার্যত, উড়িয়ে দিল ভারত।

IND vs SA: যশস্বী জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি এবং রোহিত শর্মা ও বিরাট কোহলির যুগলবন্দীতে দক্ষিণ আফ্রিকাকে কার্যত, উড়িয়ে দিল ভারত। নিঃসন্দেহে দুরন্ত জয়। আর সেই সুবাদেই, ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম শনিবার, তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (ind vs sa)। 

যশস্বী জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি

এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক কেএল রাহুল। আর ব্যাট করতে নেমে, প্রাথমিকভাবে কিছুটা বেকায়দায় পড়ে দক্ষিণ আফ্রিকা। দলের ওপেনার রায়ান রিকেলটন খালি হাতে ফিরে যান। কিন্তু দুর্দান্ত ইনিংস উপহার দেন উইকেটকিপার-ব্যাটার তথা আরেক ওপেনার কুইন্টন ডি কক। তিনি খেলেন ১০৬ রানের অসাধারণ ইনিংস। যার মধ্যে ছিল ৮টি চার এবং ৬টি ছয় (3rd odi ind vs sa)।

অন্যদিকে, প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা করেন গুরুত্বপূর্ণ ৪৮ রান, ম্যাথিউ ব্রিটজকের ঝুলিতে ২৪ রান, এইডেন মার্করামের সংগ্রহে মাত্র ১ রান এবং ডিওয়াল্ড ব্রেভিস ২৯ রান যোগ করেন স্কোরবোর্ডে।

এছাড়া মার্কো জ্যানসেন করেন ১৭ রান, করবিন বোশের সংগ্রহে ৯ রান, কেশব মহারাজের ঝুলিতে ২০ রান, লুঙ্গি এনগিডি ১ এবং ওটনিল বার্টম্যান ৩ রান যোগ করেন স্কোরবোর্ডে। শেষপর্যন্ত, ৪৭.৫ ওভারে ২৭০ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন কুলদীপ যাদব এবং প্রসিধ কৃষ্ণ। দুজনই ৪টি করে উইকেট পান। অপরদিকে, ১টি করে উইকেট নেন আর্শদীপ সিং এবং রবীন্দ্র জাদেজা। ভারতের জন্য জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৭১ রান।

ভারত জয়ী ৯ উইকেটে

আর সেই লক্ষ্যমাত্রায় কার্যত, হাসতে হাসতে পৌঁছে গেল ভারত। নেপথ্যে দেশের তিন তারকা। একদিকে তরুণ যশস্বী জয়সওয়াল এবং অন্যদিকে, অভিজ্ঞ রোহিত-কোহলি জুটি। যশস্বী খেললেন ১১৬ রানের অনবদ্য ইনিংস। উপহার দিলেন দুর্দান্ত ক্রিকেট। তাঁর ইনিংসটি ১২টি চার এবং ২টি ছয় দিয়ে সাজানো ছিল। 

সেইসঙ্গে, আবারও নিজেদের প্রমাণ করলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। যেন বুঝিয়ে দিলেন, আসলে তারা ফুরিয়ে যাননি। সপাটে জবাব দিয়ে সেটা বুঝিয়ে দিলেন তারা। রোহিত শর্মা করেন ৭৫ রান এবং বিরাট কোহলির সংগ্রহে গুরুত্বপূর্ণ ৬৫ রান। যশস্বী এবং বিরাট, ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। শেষপর্যন্ত, তারা অপরাজিত ছিলেন। মাত্র ৩৯.৫ ওভারে, ১ উইকেট হারিয়েই ২৭১ রান তুলে নেয় টিম ইন্ডিয়া। 

ভারত জয়ী ৯ উইকেটে। ম্যাচের সেরা যশস্বী জয়সওয়াল। টিম ইন্ডিয়া সিরিজ জয়ী ২-১ ব্যবধানে এবং গোটা সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা