Rishabh Pant: গত কয়েক বছরে বারবার চোট পেয়েছেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তবে তিনি চোট সারিয়ে মাঠে ফিরেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে (India vs South Africa) খেলতে তৈরি এই তারকা ক্রিকেটার।
ফিট হয়ে উঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে ফিরেছেন ঋষভ পন্থ। তিনি চোট সারিয়ে জাতীয় দলে ফিরে খুশি। বিসিসিআই-এর শেয়ার করা এক ভিডিওতে এই উইকেটকিপার-ব্যাটার বলেছেন, ‘চোট পাওয়ার পর প্রত্যাবর্তন কখনও সহজ নয়। কিন্তু ঈশ্বর আমার প্রতি সদয় থেকেছেন। আমি প্রত্যাবর্তন ঘটাতে পেরে খুব খুশি।’
DID YOU KNOW ?
ঋষভ পন্থের চোট
গত কয়েক বছরে বারবার চোট পেয়েছেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তবে চোট সারিয়ে তিনি মাঠে ফিরেছেন।
26
ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞ ঋষভ পন্থ
কৃতজ্ঞতা প্রকাশ ঋষভ পন্থের
ঋষভ পন্থ বলেছেন, 'আমি যখনই মাঠে নামি, তখনই কৃতজ্ঞ থাকার চেষ্টা করি। আমি সবসময় ঈশ্বর, বাবা-মা, পরিবার এবং চোট সারানোর সময় যাঁরা সাহায্য করেছেন, তাঁদের সবসময় ধন্যবাদ জানাই।' উত্তরাখণ্ডে মারাত্মক গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন ঋষভ। তিনি চোট সারিয়ে মাঠে ফিরেছেন। ফের চোট পেয়েছেন এবং চোট সারিয়ে আবার জাতীয় দলে ফিরেছেন।
৪
চোট পাওয়ার ৪ মাস পর ফিট হয়ে উঠে ফের টেস্ট ক্রিকেটে ঋষভ।
এ বছরের জুলাইয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান ঋষভ পন্থ। চোট সারিয়ে এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে তিনি।
ঋষভ পন্থ বলেছেন, 'আমি যেগুলি নিয়ন্ত্রণ করতে পারি, সেদিকেই মন দেওয়ার চেষ্টা করি। ভাগ্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই কারণে আমি সে বিষয়ে কিছু ভাবি না। মন যদি ভালো জায়গায় থাকে এবং যা কিছু গুরুত্বপূর্ণ, সেদিকে মন দিলে সুখে থাকা যায়। বিশেষ করে যখন কেউ চোট পায়।' ঋষভ বুঝিয়ে দিয়েছেন, তিনি চোট পেলেও সেসব নিয়ে না ভেবে মানসিকভাবে ইতিবাচক থাকতে চান।
চোট পাওয়ার পর কঠিন সময়ে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন, জানিয়েছেন ঋষভ পন্থ
কঠিন সময়ে শিক্ষা পেয়েছেন ঋষভ পন্থ
ঋষভ পন্থ বলেছেন, ‘কঠিন সময় অনেক শিক্ষা দেয়। সেই সময় শৃঙ্খলাপরায়ণ থাকতে হয়, শিক্ষা নিয়ে যেতে হয়, যা করছি তা উপভোগ করে যেতে হয়। যখনই যা করছি, তাতে ১০০ শতাংশ দিতে হয়। সেই মুহূর্তে আনন্দ খুঁজে নিতে হয়।’
56
জুলাই থেকে মাঠের বাইরে থাকার পর এবার টেস্ট ক্রিকেটে খেলতে নামছেন ঋষভ পন্থ
কয়েক মাস পর টেস্ট ক্রিকেটে ঋষভ পন্থ
এ বছরের জুলাইয়ে ইংল্যান্ড সফরে ম্যাঞ্চেস্টার টেস্ট ম্যাচে পায়ের আঙুলে চোট পান ঋষভ পন্থ। তারপর থেকেই তিনি মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট ম্যাচে খেলেন এই উইকেটকিপার-ব্যাটার। এবার তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলতে নামছেন।
66
দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট ম্যাচে ভালো ব্যাটিং করেছেন ঋষভ পন্থ
ফর্মে ঋষভ পন্থ
দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে জোড়া বেসরকারি টেস্ট ম্যাচেই ভালো ব্যাটিং করেছেন ঋষভ পন্থ। তবে দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচে ফের চোট পান তিনি। এখন অবশ্য সেই চোট সারিয়ে তিনি ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার জন্য তৈরি।