Rishabh Pant punished: হেডিংলিতে (Headingley) ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দুই ইনিংসেই শতরান করেছেন ঋষভ পন্থ। তবে এই ম্যাচেই তিনি আইসিসি-র শাস্তির মুখে পড়লেন।
Rishabh Pant breach of ICC Code of Conduct: আইসিসি আচরণবিধি (ICC Code of Conduct) লঙ্ঘন করায় শাস্তির মুখে পড়লেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। হেডিংলি টেস্ট ম্যাচের (Headingley Test Match) তৃতীয় দিন এই ঘটনা ঘটে। সেই সময় ইংল্যান্ডের প্রথম ইনিংস চলছিল। উইকেটকিপার ঋষভ আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ করেন। আইসিসি-র নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করা যায় না। এই কারণেই আইসিসি আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুযায়ী ঋষভের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। ভারতীয় দলের সহ-অধিনায়ককে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। গত ২৪ মাসে প্রথমবার এই ধরনের আচরণ করেছেন ঋষভ। ফলে তাঁকে নির্বাসন বা অন্য কোনও কঠিন শাস্তির মুখে পড়তে হচ্ছে না। নিজের ভুল আচরণের কথা স্বীকার করে নিয়েছেন ঋষভ। এই কারণে ম্যাচ রেফারির শুনানির প্রয়োজন হয়নি। ঋষভকে ডিমেরিট পয়েন্ট দেওয়ার কথা জানিয়েছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন (Richie Richardson)।
ঠিক কী হয়েছিল?
আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৬১-তম ওভারে যখন হ্যারি ব্রুক (Harry Brook) ও বেন স্টোকস (Ben Stokes) ব্যাটিং করছিলেন, তখন এই ঘটনা ঘটে। বলের অবস্থা নিয়ে আম্পায়ারদের সঙ্গে আলোচনা করছিলেন ঋষভ। ভারতীয় দল চাইছিল, বল বদল করে নতুন বল দেওয়া হোক। কিন্তু আম্পায়াররা বলের মাপ পরীক্ষা করে জানিয়ে দেন, বল বদল করার দরকার নেই। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন ঋষভ। তিনি আম্পায়ারদের সামনেই মাটিতে বল ছুড়ে ফেলে ক্ষোভপ্রকাশ করেন। এই ঘটনার জেরে ভারতের সহ-অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মাঠের দুই আম্পায়ার ক্রিস গাফানি (Chris Gaffaney) ও পল রাইফেল (Paul Reiffel), তৃতীয় আম্পায়ার শরফুদ্দুলা ইবনে শাহিদ (Sharfuddoula Ibne Shahid) এবং চতুর্থ আম্পায়ার মাইক বার্নস (Mike Burns)। এরপরেই ব্যবস্থা নিলেন ম্যাচ রেফারি।
জরিমানা এড়ালেন ঋষভ
আইসিসি আচরণবিধির লেভেল ওয়ান লঙ্ঘন করলে এক বা দুই ডিমেরিট পয়েন্টের পাশাপাশি ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানাও হতে পারে। এছাড়া সংশ্লিষ্ট ক্রিকেটারকে ভর্ৎসনাও করা হয়। তবে ঋষভ প্রথমবার এই ধরনের আচরণ করায় বড় শাস্তি এড়িয়ে গেলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


