অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর ব্যাটার হিসেবে অতিরিক্ত দায়িত্ব নিয়ে খেলছেন সূর্যকুমার যাদব। তিনি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন।
অধিনায়ক সূর্যকুমার যাদবের শতরানের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে বড় স্কোর করল ভারত। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২০১ রান করল ভারত। সূর্যকুমার ছাড়াও ভালো ব্যাটিং করেন ওপেনার যশস্বী জয়সোয়াল। তিনি অর্ধশতরান করেন। নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামের বাউন্ডারি ছোট। ফলে ম্যাচ জিততে হলে ভারতের বোলারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে। গত ম্যাচের মতো আলগা বল দিলে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের কাজ সহজ হয়ে যাবে। নিয়ন্ত্রিত বোলিং করলে তবেই জয় পেতে পারে ভারতীয় দল।
সূর্যকুমারের ঝোড়ো শতরান
দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজেও ভালো পারফরম্যান্স দেখান সূর্যকুমার। এবার দক্ষিণ আফ্রিকা সফরেও দুর্দান্ত ব্যাটিং করছেন ভারতের অধিনায়ক। বৃহস্পতিবার ৫৬ বলে ১০০ রানের অসাধারণ ইনিংস খেললেন সূর্যকুমার। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি। ৪১ বলে ৬০ রান করেন যশস্বী। তিনি ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। ভারতের অন্য কোনও ব্যাটার বড় স্কোর করতে পারেননি। ওপেনার শুবমান গিল করেন ৮ রান। প্রথম বলেই আউট হয়ে যান তিলক ভার্মা (০)। রিঙ্কু সিং করেন ১৪ রান। জিতেশ শর্মা করেন ৪ রান। রবীন্দ্র জাদেজাও ৪ রান করেন। ২ রান করে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ। ০ রানে অপরাজিত থাকেন আর্শদীপ সিং।
কেশব মহারাজের নিয়ন্ত্রিত বোলিং
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন কেশব মহারাজ। ৪ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন এই স্পিনার। ৪৬ রান দিয়ে ২ উইকেট নেন লিজাড উইলিয়ামস। ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন নান্দ্রে বার্গার। ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন তাবরেজ শামসি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Australia Vs Pakistan: ওয়ার্নারের ১৬৪, পাকিস্তানের বিরুদ্ধে ভালো জায়গায় অস্ট্রেলিয়া
Kolkata Knight Riders: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক পদে ফিরলেন শ্রেয়াস আইয়ার