পিছিয়ে নেই ভারতের প্রমীলা বাহিনীও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় ইন্ডিয়া

চেন্নাইয়ের (Chennai) এম.এ চিদম্বরম স্টেডিয়ামে (M.A Chidambaram Stadium), চলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team) বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের (South Africa Women Cricket Team) মধ্যে টেস্ট ম্যাচ (Test Match)।

চেন্নাইয়ের (Chennai) এম.এ চিদম্বরম স্টেডিয়ামে (M.A Chidambaram Stadium), চলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team) বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের (South Africa Women Cricket Team) মধ্যে টেস্ট ম্যাচ (Test Match)।

এই খেলায় টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া (India)। প্রথমে ব্যাট করে, ৬ উইকেট হারিয়ে ৬০৩ রান তোলার পর ইনিংস ডিক্লেয়ার করে ভারত। ডবল সেঞ্চুরি করেন শেফালি ভার্মা (Shafali Verma), তাঁর সংগ্রহে ২০৫ রান। এছাড়াও ১৪৯ রান করেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।

Latest Videos

অন্যদিকে, ৫৫ রান করেন রডরিগেজ (Rodrigues), ৬৯ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কাউর (Harmanpreet Kaur) এবং ৮৬ রান পান রিচা ঘোষ (Richa Ghosh)। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি উইকেট পান ডেলমি টাকার।

বলা চলে, এউ ম্যাচে আধিপত্য দেখায় ভারতই (India)। প্রোটিয়াদের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে ভারতের প্রমীলা বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে, দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। অধিনায়ক লাউরা উলভার্ডট (Laura Wolvaardt) করেন ২০ রান। এছাড়াও লুসের (Sune Luus) সংগ্রহে ৬৫ রান।

অন্যদিকে, ক্রিজে এখনও ক্যাপ (Marizanne Kapp) ৬৯ রানে এবং ক্লার্ক (Nadine de Klerk) ২৭ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকা পিছিয়ে আছে ৩৬৭ রানে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই টি-২০ সিরিজে (T-20 Series) এই ভারতই কার্যত, দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে। এবার আবার টেস্ট সিরিজ (Test Series)। সেখানেও ম্যাচের যা গতিপ্রকৃতি, তাতে ভারতের (Team India) জয়ের সম্ভাবনাই প্রবল। এখন দেখার বিষয় এটাই যে, বাকি তিনদিন খেলা কিরকম হয়। তার ওপরেই নির্ভর করছে সবকিছু।

আরও পড়ুনঃ

INDIA vs PAKISTAN: আবার ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ, মহিলাদের এশিয়া কাপ শুরু ১৯ জুলাই

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report