পরিবারের ৪ ভাইয়ের মধ্যে বড় ধোনি তারপর বিরাট, রোহিত, হার্দিক, ব্যাখ্যা চাহালের

Published : Aug 06, 2023, 08:31 PM ISTUpdated : Aug 06, 2023, 09:10 PM IST
MS Dhoni, Hardik Pandya

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর মতো সাফল্য আর কোনও অধিনায়ক পাননি। বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা ধোনির চেয়ে অনেক পিছিয়ে।

মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মার পর হার্দিক পান্ডিয়া, ভারতীয় দলের হয়ে ৪ জনের নেতৃত্বে খেলেছেন। তাঁদের মধ্যে ধোনিকেই এগিয়ে রাখছেন লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনি বলেছেন, ‘আমি এভাবে দেখি, পরিবারে ৪ জন ভাই আছে। বড় ভাই ছিলেন মাহি ভাই। তারপর আসছে বিরাট, রোহিত আর এখন হার্দিক। সমীকরণ একই আছে। কোনও কিছুই বদলায়নি। আমরা যখন মাঠে খেলতে নামি, তখন সবাই দলের জন্য জিততে চায়। হার্দিক আমাদের বোলারদের স্বাধীনতা দেয়। আমরা অতীতে যে স্বাধীনতা পেতাম, এখনও সেই স্বাধীনতাই পাচ্ছি। হার্দিকও আমাদের এখন একইরকম স্বাধীনতা দিচ্ছে। আমরা বোলাররা নিজেদের মতো করে ফিল্ডিং সাজাতে পারি।’

হার্দিকের অধিনায়কত্ব প্রসঙ্গে চাহাল আরও বলেছেন, ‘হার্দিকও একজন কার্যকরী বোলার। আমাদের পরিকল্পা কাজে না লাগলে ও নিজের বুদ্ধি প্রয়োগ করে। ফলে আমাদের দলের নেতৃত্বে খুব বেশি বদল আসেনি। সব বোলারই সবসময় স্বাধীনতা পায়। অধিনায়কের কাছ থেকে যে স্বাধীনতা দরকার, সেটা পায় বোলাররা।’

এ বছর ভারতের টি-২০ দলের নেতৃত্বে আছেন হার্দিক। টেস্ট, ওডিআই ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে আছেন রোহিতই। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে আসা ও উপভোগ করাই নয়, আরও একটি কারণও রয়েছে। কয়েক মাস পরেই এখানে বিশ্বকাপ হতে চলেছে। ২০২৪-এর জুনে বিশ্বের এই প্রান্তে টি-২০ বিশ্বকাপ হতে চলেছে। তাই আমার মনে হচ্ছে, সবাই টি-২০ বিশ্বকাপ নিয়ে উত্তেজিত। আমরা সবাই টি-২০ বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি।’ রোহিতের এই বক্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে, তিনি আগামী বছরের টি-২০ বিশ্বকাপে খেলতে চান। তবে সেই সুযোগ পাবেন কি না, সে ব্যাপারে সংশয় আছে।

সম্প্রতি ভারতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না চাহাল। এ প্রসঙ্গে এই লেগ-স্পিনার বলেছেন, ‘আমরা পেশাদার ক্রিকেটার। আমি ২ মাস পর খেলার সুযোগ পেয়েছি। এর আগে আমি শেষবার খেলেছিলাম আইপিএল-এ। খেলার ব্যাপারে প্রস্তুতিই আসল। আমরা ব্যক্তিগত কোনও খেলার সঙ্গে যুক্ত না। আমরা দলের জন্য খেলছি। অনেক সময়ই একজন খেলোয়াড়কে হয়তো ২টি সিরিজে মাঠের বাইরে বসে থাকতে হয়। তার মানে এই নয় যে ওরা দলের অংশ নয়। আমি রোজ নীল জার্সি পরার সুযোগ পাওয়ায় খুশি। আমি বাড়িতে বসে নেই। দলের সঙ্গে ঘুরছি। আমি দলের অংশ।’

আরও পড়ুন-

আগামী বছরের টি-২০ বিশ্বকাপে খেলার ইচ্ছা রয়েছে, ইঙ্গিত রোহিত শর্মার

সাহিত্য সহবাসের বন্ধুদের সঙ্গে এখনও যোগাযোগ আছে, আবেগপ্রবণ সচিন তেন্ডুলকর

Harleen Deol : আগামী মাসে এশিয়ান গেমস, বিরাট কোহলির অনুকরণে জিমে কসরত হারলিন দেওলের

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার