Yashasvi Jaiswal: আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দ্বিতীয় ব্যাটার হিসেবে বিরল নজির যশস্বী জয়সোয়ালের

ভারতীয় দলের হয়ে টি-২০, টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজেও ভালো ব্যাটিং করলেন এই তরুণ। তিনি ভবিষ্যতে ভারতীয় দলের ভরসা হয়ে উঠবেন বলে আশায় ক্রিকেট মহল।

Soumya Gangully | Published : Jul 14, 2024 1:43 PM IST / Updated: Jul 14 2024, 07:37 PM IST

16
রবিবার আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে অসাধারণ নজির গড়লেন যশস্বী জয়সোয়াল

রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচে ব্যাটিং ওপেন করতে নেমে দুর্দান্ত নজির গড়লেন ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল।

26
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে প্রথম ২ বলে ওভার-বাউন্ডারি যশস্বী জয়সোয়ালের

আন্তর্জাতিক টি-২০ ম্যাচে প্রথম ২ বলেই ওভার-বাউন্ডারি মেরে তানজানিয়ার ইভান ইসমাইল সেলেমানির নজির স্পর্শ করলেন যশস্বী জয়সোয়াল।

36
জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজার বলে পরপর ওভার-বাউন্ডারি মারেন যশস্বী জয়সোয়াল

রবিবার জিম্বাবোয়ের হয়ে বোলিং আক্রমণ শুরু করেন অধিনায়ক সিকন্দর রাজা। তাঁর প্রথম বল নো হয়। সেই বলে ওভার-বাউন্ডারি মারেন যশস্বী জয়সোয়াল। এরপর ফ্রি-হিটেও ওভার-বাউন্ডারি মারেন তিনি। ফলে ১ বলে ১৩ রান হয়ে যায় ভারতের।

46
জোড়া ওভার-বাউন্ডারি ছাড়া রবিবার আর কোনও রান করতে পারেননি যশস্বী জয়সোয়াল

এদিন ৫ বলে ১২ রান করে আউট হয়ে যান যশস্বী জয়সোয়াল। জোড়া ওভার-বাউন্ডারির মাধ্যমেই ১২ রান করেন তিনি।

56
যশস্বী জয়সোয়ালের আগে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে প্রথম ব্যাটার হিসেবে প্রথম ২ বলেই ওভার-বাউন্ডারি মারেন তানজানিয়ার ইভান ইসমাইল সেলেমানি

২০২২ সালের ডিসেম্বরে রোয়ান্ডার বিরুদ্ধে টি-২০ ম্যাচে মার্টিন আকায়েজুর প্রথম ২ বলেই ওভার-বাউন্ডারি মারেন তানজানিয়ার ইভান ইসমাইল সেলেমানি। এবার তাঁর নজির স্পর্শ করলেন যশস্বী জয়সোয়াল।

66
এখনও পর্যন্ত মাত্র ২ জন ব্যাটার আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এই নজির গড়েছেন

ইভান ইসমাইল সেলেমানি ও যশস্বী জয়সোয়াল ছাড়া অন্য কোনও ব্যাটার আন্তর্জাতিক টি-২০ ম্যাচের প্রথম ২ বলে ওভার-বাউন্ডারি মারতে পারেননি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos