India Vs Zimbabwe: শুবমানের অর্ধশতরান, রুতুরাজের ঝোড়ো ইনিংস, জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ভারত ১৮২/৪

Published : Jul 10, 2024, 06:07 PM ISTUpdated : Jul 10, 2024, 07:34 PM IST
Shubman Gill

সংক্ষিপ্ত

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে গেলেও, তারপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল। তৃতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়ার পথে শুবমান গিলরা।

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করল ভারত। নির্ধারিত ২০ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ২৮২। অধিনায়ক শুবমান গিলের অর্ধশতরান ও রুতুরাজ গায়কোয়াড়ের দুরন্ত ইনিংসের সুবাদে বড় স্কোরে পৌঁছল ভারত। ওপেন করতে নেমে ৪৯ বলে ৬৬ রান করেন শুবমান। তিনি ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। ২৮ বলে ৪৯ রান করেন রুতুরাজ। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ২৭ বলে ৩৬ রান করেন ওপেনার যশস্বী জয়সোয়াল। ৯ বলে ১০ রান করেন গত ম্যাচে শতরান করা অভিষেক শর্মা। ৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন। ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। জিম্বাবোয়ের পক্ষে এই টার্গেট তাড়া করে জয় পাওয়া কার্যত অসম্ভব। ফলে সিরিজে এগিয়ে যাওয়ার পথে ভারতীয় দল।

বোলিং করবেন যশস্বী!

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন। কিন্তু খেলার সুযোগ পাননি যশস্বী। জিম্বাবোয়ে সফরে এদিন প্রথম ম্যাচ খেলতে নেমে ভালো পারফরম্যান্স দেখালেন এই তরুণ ব্যাটার। ভারতের ইনিংস শেষ হওয়ার পর তিনি বলেন, ‘আমি খেলা উপভোগ করছিলাম। এই ইনিংস খেলে ভালো লাগল। উইকেটে অসমান পেস আছে। আমরা তার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পেরেছি। আমরা ভালো খেলেছি, ভালো পার্টনারশিপ গড়ে তুলেছি। এই পিচে ভালো রান করেছি আমরা। আমি বোলিংয়ে ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করছি। আশা করি আমি বোলিং করব।’

সিরিজ ৪-১ করার লক্ষ্যে ভারত

জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দল ৫-০ জয় পাবে বলে আশা ছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু প্রথম ম্যাচে হেরে যান শুবমানরা। এবার তাঁরা অন্তত ৪-১ ফলে সিরিজ জয়ের লক্ষ্যে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন রাহুল দ্রাবিড়! কোন পদ তাঁর জন্য ভেবে রেখেছেন শাহরুখরা?

Jay Shah: বিসিসিআই ছেড়ে আইসিসি চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ? সিদ্ধান্ত কিছুদিনের মধ্যেই

Rahul Dravid: ভারতরত্ন পাচ্ছেন রাহুল দ্রাবিড়? সুনীল গাভাসকরের দাবি মানবে সরকার?

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে