দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারিয়ে টি-২০ সিরিজে সমতা ফেরাল ভারতের প্রমীলা বাহিনী

লড়াইতে ফিরে এল ভারতের প্রমীলা বাহিনী। প্রথম ম্যাচের হার ভুলে টি-২০ সিরিজে দুর্দান্ত কামব্যাক করল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)।

Subhankar Das | Published : Jul 9, 2024 6:30 PM IST

লড়াইতে ফিরে এল ভারতের প্রমীলা বাহিনী। প্রথম ম্যাচের হার ভুলে টি-২০ সিরিজে দুর্দান্ত কামব্যাক করল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)।

চলতি সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে, দক্ষিণ আফ্রিকাকে কার্যত উড়িয়ে দিলেন স্মৃতি মন্ধানারা (Smriti Mandhana)। ভারত জয় পেল ১০ উইকেটে। মঙ্গলবার, চেন্নাইতে টস জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করে বেকায়দায় পড়ে যায় দক্ষিণ আফ্রিকা (South Africa)।

Latest Videos

কারণ, মাত্র ৮৪ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে পূজা ভস্ত্রকর (Puja Vastrakar) মাত্র ১৩ রান দিয়ে নেন ৪ উইকেট। অন্যদিকে, রাধা যাদব (Radha Yadav) ৩ উইকেট পান মাত্র ৬ রানের বিনিময়ে। দক্ষিণ আফ্রিকার হয়ে ব্রিটস সর্বোচ্চ ২০ রান করেন। এছাড়া অ্যানেকে বসচ-এর ঝুলিতে মাত্র ১৭ রান।

এদিকে লক্ষ্যমাত্রা খুবই কম ছিল ভারতের সামনে। মাত্র ৮৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে তারা। তাই সেইভাবে খুব একটা বেগ পেতে হয়নি টিম ইন্ডিয়াকে (Team India)। মাত্র ১০ ওভার পাঁচ বলেই, নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারতের প্রমীলা বাহিনী।

ভারতের হয়ে স্মৃতি মন্ধানা অপরাজিত থাকেন ৫৪ রানে। সেইসঙ্গে, শেফালি ভার্মা (Shafali Verma) অপরাজিত ২৭ রান করেন। পরিসংখ্যান বলছে্ এটি মহিলা টি-২০ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় জয়।

আর এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজেও সমতা ফেরাতে সক্ষম হল ভারতীয় দল। যা নিঃসন্দেহে বেশ তাৎপর্যপূর্ণ। চলতি সিরিজের প্রথম ম্যাচ হারতে হয়েছিল তাদের। তারপর দ্বিতীয় ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে যায়। ফলে, শেষ তথা তৃতীয় ম্যাচটি জিততেই হত ভারতকে। শেষপর্যন্ত, এই ম্যাচটি জেতায় সিরিজ শেষ হল ১-১ ফলাফল নিয়ে।

বলা যেতে পারে, বেশ লড়াই করেই সিরিজে ফিরে এল ভারত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

ভয়ঙ্কর অবস্থা! নদী বাঁধে বিশাল ধস, মাথায় হাত! গোসাবায় চরম আতঙ্ক ঘরে ঘরে | Gosaba News Today
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024
বন্যা দুর্গতদের পাশে এবার জুনিয়র ডাক্তাররা, দিলেন বড় বার্তা, দেখুন | Junior Doctors
আরও এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! গৃহবধূ ছুটলেন থানায়, তারপর যা হল | Jalpaiguri News Today