
India vs England Women T20: মহিলা ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ৫ উইকেটে পরাজয় ভারতের। ওপেনার শেফালি ভার্মার ঝোড়ো ইনিংসের সুবাদে, প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে ভারত। এদিন অর্ধশতরান করেন তিনি।
তবে শেফালি ভার্মা ৪১ বলে ৭৫ রানের ইনিংস খেললেও অন্য কেউ সেইভাবে বড় রান পাননি। তবে এই ম্যাচে হারলেও, পাঁচ ম্যাচের সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। অরুন্ধতী রেড্ডি শেষ ওভারে বল করতে আসেন। আর সেই ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৬ রান। প্রথম বলেই ২০ বলে ৩০ রান করা ট্যামি বউমন্টকে বোল্ড করে অরুন্ধতী ইংল্যান্ডকে চাপে ফেলে দেন।
এরপর শেষ তিন বলে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল পাঁচ রান। চতুর্থ বলে থার্ড ম্যানে মিসফিল্ডের সুযোগ নিয়ে তিন রান তুলে সোফি একলস্টোন ইংল্যান্ডকে কার্যত, জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। এই ম্যাচে শেষ দুটি বলে দুটি সিঙ্গেল নিয়ে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। টি-২০ ক্রিকেটে এটি তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে যেটা ইংল্যান্ডের।
উল্লেখ্য, এর আগে ইংল্যান্ডের হয়ে ওপেনার সোফিয়া ডাঙ্কলি এবং ড্যানিয়েল ওয়াট ১০.৪ ওভারে ১০১ রানের জুটি গড়ে শুরুটা দুর্দান্ত করেন। কিন্তু পরের ১০ ওভারে আবার ইংল্যান্ডকে আটকে রাখে ভারত। তাই জয় পেতে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয় ইংল্যান্ডকে। অন্যদিকে, ভারতের হয়ে শেফালি ভার্মা ছাড়া আর কেউ সেইভাবে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। অধিনায়ক হরমনপ্রীত কাউর মাত্র ১৫ রান করেন এবং রাধা যাদবের ঝুলিতে ১৪ রান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।