Shubman Gill: টেস্ট দলের অধিনায়ক হয়েই ইংল্যান্ডের মাটিতে ১৩টি নজির গড়লেন শুভমান, জানেন কী কী?

Published : Aug 05, 2025, 10:58 PM ISTUpdated : Aug 05, 2025, 11:50 PM IST
shubman gill as a captain

সংক্ষিপ্ত

Shubman Gill: টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম খেলতে নামলেন। আর সেই প্রথম টেস্টে সিরিজেই শুভমান গিল গড়ে ফেললেন ১৩টি রেকর্ড। 

Shubman Gill: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলের ঝুলিতে একাধিক রেকর্ড। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম খেলতে নামলেন। আর সেই প্রথম টেস্টে সিরিজেই শুভমান গিল গড়ে ফেললেন ১৩টি রেকর্ড।

কোন কোন রেকর্ড গড়লেন শুভমান?

ভারতের প্রথম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের এজবাস্টনে টেস্ট জয় করেছেন শুভমান গিল। এর আগে ভারতের কোনও অধিনায়ক এই নজির গড়তে পারেননি।

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটি সিরিজ়ে সর্বাধিক রান সংগ্রাহক হলেন শুভমান। এর আগে ১৯৯০ সালে, ৭৫২ রান করেছিলেন ইংল্যান্ড ক্রিকেটার গ্রাহাম গুচ। এবার তাঁকেও ছাপিয়ে গেলেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক।

ডন ব্র্যাডম্যান এবং সুনীল গাভাসকারের পর, শুভমান গিল হলেন তৃতীয় অধিনায়ক, যিনি একটি টেস্ট সিরিজ়ে মোট চারটি শতরান করেছেন।

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশে, এশিয়া থেকে প্রথম অধিনায়ক হিসেবে ডবল সেঞ্চুরি করেছেন শুভমান। তার আগে শ্রীলঙ্কার অধিনায়ক তিলকরত্নে দিলশানের সংগ্রহে সর্বাধিক ১৯৩ রান ছিল।

এজবাস্টনের প্রথম ইনিংসে ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেন শুভমন। অর্থাৎ, একটি টেস্টেই ৪৩০ রান করে ফেলেছেন। বিদেশের মাটিতে একটু টেস্টে এই রান এখনও অবধি সর্বাধিক। এর আগে পাকিস্তানের মাটিতে একটি টেস্টে অস্ট্রেলিয়ার মার্ক টেলরের ৪২৬ রানকে সর্বাধিক হিসেবে ধরা হত।

ভারতের অধিনায়ক হিসাবে টেস্টের এক ইনিংসে শুভমনের ২৬৯ রান সর্বাধিক। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির ২৫৪ রান ছিল সর্বাধিক।

বিরাট কোহলির পর, বিশ্বের দ্বিতীয় অধিনায়ক হিসেবে নিজের প্রথম দুটি টেস্টে তিনটি শতরান করেছেন শুভমান। হেডিংলেতে প্রথম ইনিংসে ১৪৭ এবং এজবাস্টনে দুটি ইনিংস মিলিয়ে যথাক্রমে ২৬৯ এবং ১৬১ রান করেছেন তিনি। কোহলি অধিনায়ক হিসেবে অ্যাডিলেডে ১১৫ এবং ১৪১ রান ও সিডনিতে ১৪৭ রানের ইনিংস খেলেছিলেন।

ভারতীয় দলের অধিনায়ক হিসেবে একটি টেস্ট সিরিজ়ে সর্বাধিক রান করেছেন শুভমান গিল। ১৯৭৮-৭৯ সালে, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে ৭৩২ রান করেছিলেন ভারতের সুনীল গাভাসকার। গোটা বিশ্বের ক্রিকেট অধিনায়কদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন শুভমান এবং শীর্ষে রয়েছেন ডন ব্র্যাডম্যান। কারণ, অধিনায়ক হিসেবে একটি সিরিজ়ে ৮১০ রান করেছিলেন এই কিংবদন্তি ব্যাটার।

এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট সিরিজ়ে ৭০০ বা তার বেশি রান করেছেন শুভমান। তার আগে পর্যন্ত, ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে বিরাট কোহলির ৬৯২ রানটিই ছিল সর্বাধিক।

ইংল্যান্ডের বিরুদ্ধে এশিয়ান ব্যাটারদের মধ্যে একটি টেস্ট সিরিজ়ে সর্বাধিক রান শুভমানের ঝুলিতে। এর আগে যশস্বী জয়সওয়ালের সংগ্রহে ছিল ৭১২ রান।

অপরদিকে, ইংল্যান্ডের মাটিতে এশিয়ান ব্যাটারদের মধ্যে একটি টেস্ট সিরিজ়ে সর্বাধিক রানও তাঁর দখলে। 

সুনীল গাভাসকারের পর, দ্বিতীয় অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টে শতরান এবং দ্বিতীয় টেস্টে ডবল সেঞ্চুরি করেন শুভমান। গাভাসকার, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১১৬ এবং পরের টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২০৫ রান করেছিলেন।

অ্যালান বর্ডারের পর, দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একটি টেস্টের দুটি ইনিংসেই ১৫০-এর বেশি রান করে ফেলেছেন শুভমান গিল। পাকিস্তানের বিরুদ্ধে একটি টেস্টের দুটি ইনিংসে যথাক্রমে ১৫০ এবং ১৫৩ রান করেছিলেন অ্যালান বর্ডার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম