Virat Kohli: দেশের সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে 'বিরাট' বার্তা দিলেন কোহলি, কী লিখলেন তিনি?

Published : May 09, 2025, 09:47 PM ISTUpdated : May 12, 2025, 12:37 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

Virat Kohli: দেশের সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে বড় বার্তা দিলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। 

Virat Kohli: পহেলগাঁওতে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের হাতে প্রাণ গেছে বহু পর্যটকের। তারপর থেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা দেশ রীতিমতো ফুঁসতে শুরু করে। আর ঠিক ১৫ দিনের মাথায়, ‘অপারেশন সিঁদুর’ এক্সিকিউট করে ভারত বুঝিয়ে দেয় যে, যোগ্য জবাব দিতে তারা তৈরি (sindoor operation)। ধ্বংস করা হয়ে একাধিক জঙ্গিঘাঁটি এবং নিকেশ করা হয় জঙ্গিদের (operation sindoor news bengali)। 

কিন্তু নির্লজ্জ পাকিস্তানের তাতেও শিক্ষা হয়নি। ফের বৃহস্পতিবার, তারা হামলা চালায় ভারতের উপর। কিন্তু সেই হামলার উপযুক্ত জবাব দেয় ভারতও (what is operation sindoor)। আর তারপরেই শুক্রবার, নিজের ইন্সটাগ্রাম আইডি-তে বিরাট কোহলি (virat kohli) একটি পোস্ট করেন। সেখানে তিনি দেশের সেনাবাহিনীকে কুর্নিশ জানান। 

কী লিখলেন বিরাট?

তাঁর কথায়, “এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমাদের দেশকে প্রাণ দিয়ে রক্ষা করার ভারতের সশস্ত্র বাহিনীকে জানাই অভিনন্দন এবং স্যালুট। আমাদের বীর যোদ্ধাদের অটল সাহসিকতার জন্য আমরা সবাই চিরকাল ঋণী হয়ে থাকব এবং আমি হৃদয়ের মর্মস্থল থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

অর্থাৎ, বিরাট বুঝিয়ে দিলেন যে, দেশের এই কঠিন সময়ে দেশের সেনাবাহিনী সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের তরফ থেকে আসা হামলার যোগ্য জবাব দিচ্ছে সাহসিকতার সঙ্গেই। তাই বিরাট সেই বীর যোদ্ধাদের সঙ্গেই রয়েছেন (virat kohli news)। 

 

 

উল্লেখ্য, পাকিস্তান বৃহস্পতিবার রাতে ভারতের সেনাছাউনিগুলিকে নিশানা করার চেষ্টা করেছিল। এমনকি, ভারতের আকাশসীমা লঙ্ঘন করারও চেষ্টা করে তারা। শুধু তাই নয়, নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত গোলাবর্ষণও চালিয়েছে পাকিস্তানি সেনা। এমনকি, ভারতের মোট ৩৬টি জায়গায় অন্তত ৩০০-৪০০ বার ড্রোন হামলার চেষ্টা করেছে পাকিস্তান।কিন্তু ভারতীয় সেনা সেই হামলা প্রতিহত করেছে। বেশ কয়েকটি ড্রোনকে গুলি করে নামিয়েছে তারা (india strikes pakistan)।

কার্যত, পাকিস্তানের সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশের সেনাবাহিনী। তারা পাকিস্তানের চারটি বিমানঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা চালায়। একেবারে যোগ্য জবাব। জানা গেছে, বিধ্বস্ত সেই ড্রোনগুলি থেকে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের প্রাথমিক ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে। সেখান থেকে জানা গেছে যে, সেগুলি আসলে তুরস্কের তৈরি "অ্যাসিসগার্ড সোঙ্গার" মডেলের ছিল, যা সাধারণত নজরদারি এবং নির্ভুল হামলার জন্য ব্যবহার করা হত (india pak news)।

আমাদের দেশের সেনা সবসময় সজাগ রয়েছে। আর এবার তাদের পাশে এসে দাঁড়িয়েই ‘বিরাট’ বার্তা দিলেন ভারত তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম আইকন বিরাট কোহলি। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?