
Pakistan Super League 2025 moved to UAE: ভারত-পাকিস্তান সংঘর্ষের (India-Pakistan Conflict) জেরে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) সরে গেল পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League 2025) বাকি ম্যাচগুলি। ইতিমধ্যেই এই লিগের বেশিরভাগ ম্যাচ হয়ে গিয়েছে। আর আটটি ম্যাচ বাকি। রাওয়ালপিন্ডি (Rawalpindi), মুলতান (Multan) ও লাহোরে (Lahore) এই ম্যাচগুলি হওয়ার কথা ছিল। কিন্তু এখন পাকিস্তানের পরিস্থিতি ভয়াবহ। একদিকে ভারতের প্রত্যাঘাত, অন্যদিকে, বালোচিস্তান লিবারেশন আর্মির (Balochistan Liberation Army) আক্রমণ। সাঁড়াশি চাপে দিশেহারা পাকিস্তান। পিএসএল-এ পাকিস্তান ছাড়া অন্য কোনও দেশের প্রথমসারির ক্রিকেটাররা নেই। কিন্তু অনেক বিদেশি ক্রিকেটার, সাপোর্ট স্টাফ আছেন। সবাই এখন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। লাহোরে হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানে পিএসএল চালিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকির। এই কারণেই পাকিস্তান থেকে এই লিগ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
বৃহস্পতিবার পিএসএল-এ পেশোয়ার জালমি (Peshawar Zalmi) ও করাচি কিংসের (Karachi Kings) ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু রাওয়ালপিন্ডিতে এই ম্যাচ বাতিল করে দেওয়া হয়। কারণ, এই শহরের পরিস্থিতিও ভালো নয়। সবারই নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন মহলে আলোচনা চলছিল, বর্তমান পরিস্থিতিতে আইপিএল-এর (IPL 2025) মতোই স্থগিত হয়ে যেতে পারে পিএসএল। ঠিক সেটাই হল। সবার নিরাপত্তা নিশ্চিত করতেই পিএসএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলির প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) কর্তাদের বৈঠকে লিগ সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসিবি এখনও পরিবর্তিত সূচি ঘোষণা করেনি। তবে শীঘ্রই নতুন সূচি ঘোষণা করা হতে পারে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) জানিয়েছেন, ‘সব খেলোয়াড়ের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতের মতো এবারও আমরা আশা করি, সবপক্ষ আমাদের পাশে থাকবে। এই টুর্নামেন্ট, আমাদের খেলোয়াড় এবং দর্শকদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লিগ যাতে এগিয়ে চলে, সেটা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।