Virat Kohli: তাঁর জন্মদিনে একবার 'বিরাট' পারফরম্যান্সকে ফিরে দেখা, পায়ে পায়ে ৩৬ বছরে কিং কোহলি

তাঁর জন্মদিন বলে কথা। ‘VK’ পা রাখলেন ৩৬ বছর বয়সে।

Subhankar Das | Published : Nov 5, 2024 11:26 PM
110
এই মুহূর্তে ভারত তথা গোটা বিশ্বের মধ্যে অন্যতম একজন তারকা ক্রিকেটার

তিনি হলেন বিরাট কোহলি (Virat Kohli)।

210
বলা যেতে পারে, দাপুটে একজন ব্যাটার

ব্যাট হাতে শাসন করেন বোলারদের

310
শুধু নামে তিনি ‘বিরাট’ নন

ইনিংসের দিক দিয়েও তিনি কার্যতই বিরাট

410
সে ওয়ান ডে কিংবা টেস্ট

অথবা টি-২০, সবক্ষেত্রেই আগুনে পারফরম্যান্স

510
২২ গজে তাঁর আক্রমণাত্মক মেজাজ ভয় ধরায় বিপক্ষের মনে

আর কিং কোহলি ফর্মে থাকলে বিপদ যেকোনও দলের জন্য।

610
টেস্ট ক্রিকেটে সংগ্রহ ৯০৪০ রান

মোট ১১৮টি ম্যাচ খেলেছেন তিনি। সর্বোচ্চ ২৫৪ রান কোহলির সংগ্রহে এবং গড় ৪৭.৮৩। সেইসঙ্গে, ২৯টি শতরান এবং ৩১টি অর্ধশতরান রয়েছে তাঁর নামের পাশে।

710
একদিনের ম্যাচে পেয়েছেন ১৩,৯০৬ রান

২৯৫টি ম্যাচ খেলে গড় ৫৮.১৮। সর্বাধিক ১৮৩ এবং ৫০টি সেঞ্চুরিও করেছেন কিং কোহলি। অন্যদিকে, ৭২টি হাফ সেঞ্চুরিও রয়েছে তাঁর নামের পাশে।

810
টি-২০ ক্রিকেটে খেলেছেন ১২৫টি ম্যাচ

সংগ্রহে ৪১৮৮ রান। সর্বাধিক ১২২ রান রয়েছে তাঁর নামের পাশে এবং ব্যাটিং গড় ৪৮.৬৯। সেইসঙ্গে, বিরাট কোহলির সংগ্রহে ১টি শতরান এবং ৩৮টি অর্ধশতরান

910
সবমিলিয়ে কোহলি একজন আইকন

শুধুমাত্র ভারতীয় ক্রিকেটে নয়। 

1010
গোটা বিশ্বে তাঁর সুনাম

যার খ্যাতি ছড়িয়ে গোটা বিশ্বে। কারণ, বিরাট ইজ ‘বিরাট’…. 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos