তাঁর জন্মদিন বলে কথা। ‘VK’ পা রাখলেন ৩৬ বছর বয়সে।
তিনি হলেন বিরাট কোহলি (Virat Kohli)।
ব্যাট হাতে শাসন করেন বোলারদের।
ইনিংসের দিক দিয়েও তিনি কার্যতই বিরাট।
অথবা টি-২০, সবক্ষেত্রেই আগুনে পারফরম্যান্স।
আর কিং কোহলি ফর্মে থাকলে বিপদ যেকোনও দলের জন্য।
মোট ১১৮টি ম্যাচ খেলেছেন তিনি। সর্বোচ্চ ২৫৪ রান কোহলির সংগ্রহে এবং গড় ৪৭.৮৩। সেইসঙ্গে, ২৯টি শতরান এবং ৩১টি অর্ধশতরান রয়েছে তাঁর নামের পাশে।
২৯৫টি ম্যাচ খেলে গড় ৫৮.১৮। সর্বাধিক ১৮৩ এবং ৫০টি সেঞ্চুরিও করেছেন কিং কোহলি। অন্যদিকে, ৭২টি হাফ সেঞ্চুরিও রয়েছে তাঁর নামের পাশে।
সংগ্রহে ৪১৮৮ রান। সর্বাধিক ১২২ রান রয়েছে তাঁর নামের পাশে এবং ব্যাটিং গড় ৪৮.৬৯। সেইসঙ্গে, বিরাট কোহলির সংগ্রহে ১টি শতরান এবং ৩৮টি অর্ধশতরান।
শুধুমাত্র ভারতীয় ক্রিকেটে নয়।
যার খ্যাতি ছড়িয়ে গোটা বিশ্বে। কারণ, বিরাট ইজ ‘বিরাট’….
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।