Indian Cricket Team: স্পনসর সরতেই দাম কমে গেল টিম ইন্ডিয়ার জার্সির, কত টাকায় বিক্রি হচ্ছে?

Published : Sep 04, 2025, 11:08 PM ISTUpdated : Sep 04, 2025, 11:43 PM IST
Indian Cricket Team

সংক্ষিপ্ত

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের জার্সি নির্মাতা হল অ্যাডিডাস। তারা জানিয়েছে যে, ‘ড্রিম ১১’ লেখা জার্সির দাম এই মুহূর্তে ৮০% কমে গেছে। আগে এই জার্সি বিক্রি হত ৫৯৯৯ টাকায়। 

Indian Cricket Team: শুরু হচ্ছে এশিয়া কাপ। ঠিক তার আগেই, ভারতীয় সমর্থকদের জন্য রীতিমতো সুখবর। এবার অনেক কম দামে পাওয়া যাবে ভারতীয় ক্রিকেটারদের জার্সি।

অর্থাৎ, অনেকটাই কম দামে এবার টিম ইন্ডিয়ার জার্সি কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। আসলে ‘ড্রিম ১১’ আর ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পনসর হিসেবে নেই। তারা সরে দাঁড়াতেই এবার, ভারতীয় ক্রিকেটারদের জার্সির দাম অনেকটা কমে গেছে।

৪৮০০ টাকা দাম কমে গেছে

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দলের জার্সি নির্মাতা হল অ্যাডিডাস। তারা জানিয়েছে যে, ‘ড্রিম ১১’ লেখা জার্সির দাম এই মুহূর্তে ৮০% কমে গেছে। আগে এই জার্সি বিক্রি হত ৫৯৯৯ টাকায়। কিন্তু এখন সেই সেট বিক্রি হচ্ছে মাত্র ১১৯৯ টাকায়। অর্থাৎ, ৪৮০০ টাকা দাম কমে গেছে। জানা যাচ্ছে, অ্যাডিডাসের দোকান থেকে অনলাইনে এই জার্সি কেনা যাবে।

তবে শুধু পুরুষদের নয়, মহিলা ক্রিকেট দলের জার্সির দামও অনেকটাই কমেছে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের জার্সিও ১১৯৯ টাকায় এখন কেনা যাবে।

আসলে নয়া ক্রীড়া বিল অনুযায়ী, টাকার বিনিময়ে অনলাইনে খেলা যায়, এমন সমস্ত গেমিং অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তারপরেই ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই চুক্তি ছিন্ন করেছে ‘ড্রিম ১১’-এর সঙ্গে। চলতি বছরের অগাস্ট মাসে, চুক্তি শেষ হয়ে গেছে দুই পক্ষের মধ্যে। উল্লেখ্য, গত ২০২৩ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ৩৫৮ কোটি টাকার চুক্তি সই করেছিল ‘ড্রিম ১১’। 

জার্সি আগে থেকেই তৈরি করে ফেলে অ্যাডিডাস

যে চুক্তি শেষ হওয়ার কথা ছিল আগামী ২০২৬ সালে। কিন্তু কেন্দ্রীয় সরকারের নয়া সিদ্ধান্তের পরেই সরে দাঁড়ায় তারা। ইতিমধ্যেই নতুন স্পনসরের জন্য টেন্ডার ডেকেছে বিসিসিআই। তবে আসন্ন এশিয়া কাপের জন্য জার্সি আগে থেকেই তৈরি করে ফেলে অ্যাডিডাস। এবার তখন তো পরিস্থিতি আলাদা ছিল। আর সেই জার্সিগুলিতে স্পনসর হিসেবে ‘ড্রিম ১১’ –এর নামও ছিল। 

কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, এশিয়া কাপে কোনও স্পনসর ছাড়াই খেলতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। তাই নতুন স্পনসর আসার আগে এবার পুরনো জার্সিগুলিকে বিক্রি করে দিতে চাইছে অ্যাডিডাস। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে