
Virat Kohli: বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রী-সন্তানদের নিয়ে যাওয়া সংক্রান্ত যে বিধিনিষেধ জারি করেছে বিসিসিআই (BCCI), তাতে শীঘ্রই বদল আনা হতে পারে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর (ICC Champions Trophy 2025) আগে বিসিসিআই-এর পক্ষ থেকে বিধিনিষেধের কথা জানানো হয়েছিল। কিন্তু সম্প্রতি এই নিয়মের সমালোচনা করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। এরপরেই নিয়মে বদল আনার কথা ভাবছে বিসিসিআই। এ বিষয়ে বিসিসিআই-এর আধিকারিক জানিয়েছেন, ‘খেলোয়াড়রা যদি বিদেশ সফরে বেশিদিন পরিবারের সদস্যদের সঙ্গে রাখতে চান, তাহলে অনুমতি চেয়ে আবেদন জানাতে পারে। বিসিসিআই যদি এই আবেদন সঙ্গত মনে করে, তাহলে ক্রিকেটারদের সেই অনুমতি দেবে।’ এই মন্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে, বিসিসিআই-এর নীতিতে বদল আসছে। বিরাট দাবি করেছিলেন, তাঁর সতীর্থরাও বিদেশ সফরে পরিবারকে পাশে চান। বিসিসিআই কর্তারাও হয়তো সে কথা বুঝতে পেরেছেন। এই কারণেই ক্রিকেটারদের পরিবার সংক্রান্ত নীতিতে বদল আনা হতে পারে।
কী বলেছেন বিরাট?
ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট বলেছেন, ‘পরিবার সঙ্গে থাকার মূল্য কতটা, তা লোকজন বোঝে বলে আমার মনে হয় না। আমি এ বিষয়ে অত্যন্ত হতাশ। কী চলছে সে বিষয়ে যাদের কোনও নিয়ন্ত্রণই নেই, তারাই এ বিষয়ে আলোচনা করছে আর বলছে, ‘ওহ, হয়তো ওদের দূরে সরিয়ে রাখা দরকার।’ প্রত্যেকবার যখন পরিবারের কাছে ফিরে আসি, তখন কী অনুভূতি হয়, তা লোকজনকে বোঝানো অত্যন্ত কঠিন। যে কোনও খেলোয়াড়কে জিজ্ঞাসা করুন, তুমি কি চাও, পরিবার সবসময় সঙ্গে থাকুক? ওরা সবসময় বলবে, হ্যাঁ। আমি ঘরে গিয়ে একাব মনমরা হয়ে বসে থাকতে চাই না। আমি স্বাভাবিক থাকতে চাই। তারপর নিজের খেলাকে দায়িত্ব হিসেবে দেখা যেতে পারে। সেই দায়িত্ব পালন করার পর জীবনে ফেরা যায়।’
দুবাইয়ের গ্যালারিতে ক্রিকেটারদের পরিবার
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন অবস্থান বদল করে বিসিসিআই জানায়, এক ম্যাচের জন্য ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন পরিবারের সদস্যরা। ফাইনালে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা, রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদে, মেয়ে সামাইরা। ইংল্যান্ড সফরে তাঁরা দলের সঙ্গে বেশিদিন থাকার অনুমতি পেতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।