Junaid Zafar Khan: প্রবল গরমে খেলতে নেমে মাঠেই লুটিয়ে পড়লেন, প্রাণ হারালেন ক্রিকেটার

Published : Mar 18, 2025, 06:55 PM ISTUpdated : Mar 18, 2025, 07:29 PM IST
Cricket bat and ball

সংক্ষিপ্ত

Death of cricketer: রমন লাম্বা থেকে শুরু করে বেশ কয়েকজন ক্রিকেটার খেলার মাঠে চোট পেয়ে বা অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন। ফের একই ঘটনা দেখা গেল। এই ঘটনায় ক্রিকেট দুনিয়ায় শোকের ছায়া।

Junaid Zafar Khan: অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে (Adelaide) প্রবল গরমে ক্লাব ক্রিকেট ম্যাচ খেলার সময় অসুস্থ হয়ে পড়ে প্রাণ হারালেন এক খেলোয়াড়। এই ক্রিকেটারের নাম জুনেইদ জাফর খান (Junaid Zafar Khan)। পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার শনিবার অ্যাডিলেডের কনকর্ডিয়া কলেজ ওভালে ওল্ড কনকর্ডিয়ানস ক্রিকেট ক্লাবের হয়ে প্রিন্স আলফ্রেড ওল্ড কলেজিয়ানসের বিরুদ্ধে খেলার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। ৪০ বছর বয়সি জুনেইদ ২০১৩ সালে পাকিস্তান (Pakistan) থেকে অস্ট্রেলিয়ায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ছিলেন। তিনি শনিবারের ম্যাচে ৪০ ওভার ফিল্ডিং করেন। তারপর সাত ওভার ব্যাটিং করার পরেই মাঠে লুটিয়ে পড়েন। অ্যাডিলেডের সময় অনুযায়ী বিকেল চারটেয় এই ঘটনা ঘটে। সেই সময় তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। প্রবল গরমে দীর্ঘক্ষণ খেলার জন্যই অসুস্থ হয়ে পড়েন জুনেইদ। তিনি আর উঠে দাঁড়াতে পারলেন না।

জুনেইদের মৃত্যুতে শোক

জুনেইদের মৃত্যুতে তাঁর ক্লাবের পক্ষ থেকে শোকবার্তায় বলা হয়েছে, ‘ওল্ড কনকর্ডিয়ানস ক্রিকেট ক্লাবের এক মূল্যবান সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি কনকর্ডিয়া কলেজ ওভালে খেলার সময় অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। প্যারামেডিকদের সবরকম চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হল না। আমরা তাঁর পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থদের প্রতি আন্তরিক শোকজ্ঞাপন করছি। এই কঠিন সময়ে আমরা তাঁদের পাশে আছি।’ জুনেইদের সতীর্থরাও তাঁর মৃত্যুতে শোকাহত।

প্রবল গরমেই চলছে খেলা

দক্ষিণ গোলার্ধের দেশ অস্ট্রেলিয়ায় এখনও প্রবল গরম। এই গরমের মধ্যেই ক্রিকেট ম্যাচ চলছে। অ্যাডিলেড টার্ফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেলে ম্যাচ স্থগিত রাখা হয়। কিন্তু তার কম তাপমাত্রাতেই খেলা চলাকালীন জুনেইদের মৃত্যু হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল। প্রবল গরমে ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের শরীর সুস্থ রাখার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে