ওয়েস্ট ইন্ডিজ সফরের পর লেস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন অজিঙ্কা রাহানে

সদ্য সমাপ্ত আইপিএল-এ নতুন ভঙ্গিতে দেখা গিয়েছে চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটার অজিঙ্কা রাহানে। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভালো খেলতে তৈরি রাহানে।

Soumya Gangully | Published : Jun 18, 2023 8:11 PM
18
ইংল্যান্ডের কাউন্টি দল লেস্টারশায়ারের হয়ে দ্বিতীয় ডিভিশনে খেলবেন অজিঙ্কা রাহানে

ভারতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২টি টেস্ট ম্যাচ খেলার পর দেশে না ফিরে ইংল্যান্ডে যাবেন অজিঙ্কা রাহানে। কাউন্টি দল লেস্টারশায়ারের হয়ে দ্বিতীয় ডিভিশনে খেলবেন এই অভিজ্ঞ ব্যাটার।

28
জুন থেকেই লেস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার কথা ছিল অজিঙ্কা রাহানের

এ বছরের জানুয়ারিতে লেস্টারশায়ারের সঙ্গে চুক্তি করেন অজিঙ্কা রাহানে। তাঁর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ৮টি প্রথম শ্রেণির ম্যাচ এবং রয়্যাল লন্ডন কাপের সব ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু জাতীয় দলে সুযোগ পাওয়ায় সেই পরিকল্পনা বদলাতে হল। 

38
আইপিএল শেষ হওয়ার পরেই লেস্টারশায়ারে যোগ দেওয়ার কথা ছিল অজিঙ্কা রাহানের

লেস্টারশায়ারের সঙ্গে চুক্তি অনুযায়ী আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার পরেই কাউন্টি ক্রিকেটে যোগ দেওয়ার কথা ছিল অজিঙ্কা রাহানের। কিন্তু তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জাতীয় দলে সুযোগ পাওয়ায় কাউন্টি দলে যোগ দিতে পারেননি।

48
ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলে না থাকলে তবেই কাউন্টি ক্রিকেট খেলতে পারবেন রাহানে

১২ জুলাই শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। ২ দল ২টি টেস্ট ম্যাচ খেলবে। তারপর যদি ওডিআই ও টি-২০ সিরিজে ভারতীয় দলে না থাকেন, তাহলেই লেস্টারশায়ারের হয়ে খেলার সুযোগ পাবেন অজিঙ্কা রাহানে।

58
আগস্টে লেস্টারশায়ারের হয়ে রয়্যাল লন্ডন কাপে খেলতে পারেন অজিঙ্কা রাহানে

বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় দলের হয়ে ওডিআই, টি-২০ সিরিজে খেলার সুযোগ পাবেন না অজিঙ্কা রাহানে। ফলে লেস্টারশায়ারের হয়ে আগস্টে রয়্যাল লন্ডন কাপ এবং সেপ্টেম্বরে ৪টি কাউন্টি ম্যাচ খেলতে পারেন রাহানে।

68
৪ বছর পর এই নিয়ে দ্বিতীয়বার কাউন্টি ক্রিকেট খেলতে চলেছেন অজিঙ্কা রাহানে

২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে জাতীয় দলে সুযোগ না পাওয়ার পর হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছিলেন অজিঙ্কা রাহানে। দ্বিতীয়বার কাউন্টি ক্রিকেট খেলতে চলেছেন তিনি।

78
কিয়া ওভালে টেস্ট ক্রিকেটে ৫,০০০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছেন অজিঙ্কা রাহানে

কিয়া ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮৯ রান করেন অজিঙ্কা রাহানে। তিনি টেস্টে ৫,০০০ রানও করে ফেলেছেন। 

88
দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপে অজিঙ্কা রাহানের খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা কার্যত নেই

এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে অজিঙ্কা রাহানের খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা কার্যত নেই। সেই কারণে তিনি কাউন্টি ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেট খেলবেন। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলে ফিরতে পারেন রাহানে। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos