স্ত্রী রিভাবা বিধায়ক, সদস্য সংগ্রহ অভিযানে বিজেপি-তে যোগ রবীন্দ্র জাডেজার

Published : Sep 06, 2024, 05:57 AM IST

ভারতীয় ক্রিকেট দলের হয়ে যাঁরা এখনও খেলে চলেছেন, তাঁদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে সরকারিভাবে কোনও রাজনৈতিক দলের সদস্য হলেন একমাত্র রবীন্দ্র জাডেজা। বিধায়ক স্ত্রী রিভাবা জডেজার মাধ্যমেই বিজেপি-তে যোগ দিলেন এই তারকা ক্রিকেটার।

PREV
112
বিজেপি-র 'সদস্যতা অভিযান'-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিলেন রবীন্দ্র জাডেজা

বিজেপি-র সদস্য হলেন ভারতীয় দলের হয়ে সদ্য টি-২০ বিশ্বকাপ জেতা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।

212
রবীন্দ্র জডেজার স্ত্রী রিভাবা জাডেজাও নতুন করে বিজেপি-র সদস্য হয়েছেন

সোশ্যাল মিডিয়ায় নিজের ও রবীন্দ্র জাডেজার বিজেপি-র সদস্য কার্ড শেয়ার করেছেন রিভাবা জাডেজা।

312
স্ত্রী রিভাবা জাডেজা বিজেপি বিধায়ক হওয়ায় অনেকদিন ধরেই গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ রবীন্দ্র জাডেজা

রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা গুজরাটের জামনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। ফলে এই ক্রিকেটারের পক্ষে বিজেপি-তে যোগ দেওয়া স্বাভাবিক।

412
স্ত্রী রিভাবা জাডেজার সঙ্গে লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন রবীন্দ্র জাডেজা

কয়েক মাস আগে লোকসভা নির্বাচনের সময় স্ত্রী রিভাবা জাডেজার সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। তিনি সহ-নাগরিকদেরও ভোট দেওয়ার আহ্বান জানান।

512
দেশের মাটিতে পরপর টেস্ট ম্যাচ খেলার জন্য তৈরি হচ্ছেন রবীন্দ্র জাডেজা

ভারতীয় দল দেশের মাটিতে পরপর টেস্ট ম্যাচ খেলবে। এই ম্যাচগুলিতে বড় ভূমিকা পালন করতে পারেন স্পিনার ও ব্যাটার রবীন্দ্র জাডেজা।

612
টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেই এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন রবীন্দ্র জাডেজা

মার্কিন যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখান রবীন্দ্র জাডেজা। দলকে চ্যাম্পিয়ন করার পরেই তিনি এই ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেন।

712
রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গেই আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর রবীন্দ্র জাডেজার

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাঁদের সঙ্গেই অবসর নেন রবীন্দ্র জাডেজা।

812
দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে তৈরি রবীন্দ্র জাডেজা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে বড় ভূমিকা পালন করতে পারেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।

912
টেস্ট ক্রিকেটে রবীন্দ্র জাডেজার ব্যাটিং ও বোলিং ভারতীয় দলের সম্পদ

লোয়ার-মিডল অর্ডারে ব্যাটার হিসেবে অত্যন্ত কার্যকর রবীন্দ্র জাডেজা। তাঁর স্পিন বোলিংও ভারতীয় দলকে সাহায্য করে।

1012
ভারতীয় দলের হয়ে জোড়া আইসিসি টুর্নামেন্ট জিতেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা

এবার টি-২০ বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলেরও অন্যতম সদস্য ছিলেন রবীন্দ্র জাডেজা।

1112
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলের অন্যতম ভরসা ছিলেন রবীন্দ্র জাডেজা

জাতীয় দল হোক বা চেন্নাই সুপার কিংস, বরাবরই রবীন্দ্র জাডেজার উপর ভরসা করে এসেছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

1212
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাই রবীন্দ্র জাডেজার আগামী লক্ষ্য

ভারতীয় দল এখনও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি। এবার সেই খেতাব জেতাই রবীন্দ্র জাডেজার লক্ষ্য।

click me!

Recommended Stories