জাতীয় দলে অনিয়মিত, নিজেই কেরলের ফুটবল ক্লাব কিনে নিলেন সঞ্জু স্যামসন

ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন কেরল সুপার লিগের ক্লাব মলপ্পুরম এফসি-র সহ-কর্ণধার হলেন। ফুটবলপ্রেমী সঞ্জু নিজের রাজ্যের ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে উঠেছেন।
Soumya Gangully | Published : Sep 9, 2024 6:36 PM IST
112
কেরল সুপার লিগের ক্লাবের অন্যতম কর্ণধার হয়ে গেলেন ক্রিকেটার সঞ্জু স্যামসন

কেরল সুপার লিগের ক্লাব মলপ্পুরম এফসি-র সহ-কর্ণধার হলেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সোমবার এই ঘোষণা করা হয়েছে।

212
কেরলের বাসিন্দা হওয়ায় ফুটবল ভালোবাসেন সঞ্জু স্যামসন, এই কারণেই তিনি ক্লাব কিনলেন

আইপিএল-এ রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন এবার ফুটবল ক্লাবের মালিক হয়ে গেলেন। ক্রিকেটের মতোই ফুটবলও ভালোবাসেন সঞ্জু।

312
অ্যাওয়ে ম্যাচে ফোর্সা কোচির বিরুদ্ধে প্রথমবার জয় পেয়েছে মলপ্পুরম এফসি

সঞ্জু স্যামসন মলপ্পুরম এফসি-র সহ-কর্ণধার হওয়ার ঠিক আগে প্রথমবার ফোর্সা কোচির বিরুদ্ধে জয় পেয়েছে এই ক্লাব। অ্যাওয়ে ম্যাচে ২-১ জয় পেয়েছে মলপ্পুরম এফসি।

412
মলপ্পুরম ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে ম্যাচ খেলে মলপ্পুরম এফসি

মলপ্পুরম ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক সংখ্যা ৩০,০০০। এই স্টেডিয়ামেই ম্যাচ খেলে মলপ্পুরম এফসি।

512
মলপ্পুরম এফসি-র একাধিক কর্ণধার আছেন, তাঁদেরই একজন হয়ে গেলেন সঞ্জু স্যামসন

মলপ্পুরম এফসি-র কর্ণধার ভি এ আজমল বিসমি, ড. আনভর আমির চেলত, বেবি নিলাম্বরা ও সঞ্জু স্যামসন।

612
কেরলে ফুটবলের উন্নতি ও জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে এ বছরই চালু করা হল কেরল সুপার লিগ

এ বছরই চালু হল ৬ দলীয় প্রতিযোগিতা কেরল সুপার লিগ। এই লিগেরই ক্লাবের সঙ্গে যুক্ত হলেন সঞ্জু স্যামসন।

712
স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের তুলে আনা এবং উন্নতির লক্ষ্যে চালু করা হয়েছে কেরল সুপার লিগ

ভারতীয় ফুটবলের প্রথমসারির প্রতিযোগিতাগুলির মধ্যে নেই কেরল সুপার লিগ। স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের তুলে আনা এবং উন্নতি করাই এই লিগের লক্ষ্য।

812
ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন

ভারতীয় দলের হয়ে মাঝেমধ্যে খেলার সুযোগ পান কেরলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। তিনি কোনওদিনই নিয়মিত খেলার সুযোগ পাননি।

912
ভারতীয় দলের হয়ে শুধু ওডিআই, টি-২০ ফর্ম্যাটেই খেলার সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন

এখনও সঞ্জু স্যামসনের টেস্ট ম্যাচে অভিষেক হয়নি। তিনি ১৬টি ওডিআই এবং ২৭টি টি-২০ ম্যাচ খেলেছেন।

1012
এবার টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন সঞ্জু স্যামসন

টি-২০ বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে ছিলেন সঞ্জু স্যামসন। ফলে তিনি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন।

1112
দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলার সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন

বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট এবং ৩টি টি-২০ ম্যাচ খেলবে ভারত। টি-২০ সিরিজে ভারতীয় দলে জায়গা পেতে পারেন সঞ্জু স্যামসন।

1212
আন্তর্জাতিক ক্রিকেটে ফের খেলার সুযোগ পেলে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে সঞ্জু স্যামসন

ভারতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি সঞ্জু স্যামসন। এবার তিনি নিয়মিত ভালো ব্যাটিং করতে চান।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos