Varun Chakravarthy: হুমকি ফোন আসত একসময়! জীবনের সেই বিভীষিকার মুহূর্ত নিয়ে কী বললেন বরুণ?

বাস্তবে এটাই কি প্রত্যাবর্তন? গত ২০২১ সালে, টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) পর জাতীয় দলে ফেরার আশা কার্যত শেষই হয়ে গেছিল বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy)।

Varun Chakravarthy: কিন্তু তিনি ফিরলেন রাজার মতো। উইকেট নিলেন এবং টিম ইন্ডিয়ার (Team India) চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) জয়ের পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। এ যেন সত্যিই পুনর্জন্ম হওয়ার গল্প অনেকটা। কিন্তু কামব্যাকটা অবশ্য এত সহজ ছিল না।

ঠিক চার বছর আগে রীতিমতো হুমকি পেতেন তিনি। অজানা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হত তাঁকে, যেন দেশে না ফেরেন।

Latest Videos

সেই বরুণই কিনা আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের এক্স ফ্যাক্টর। কিন্তু কেমন ছিল সেই কালো অধ্যায়? সম্প্রতি সেই বিষয়েই এবার মুখ খুললেন ভারতীয় এই রহস্য স্পিনার। তাঁর কথায়, “আমি তখন পুরো অন্ধকারে ডুবে ছিলাম। সত্যি কথা বলতে গেলে অবসাদে ডুবে গেছিলাম। কারণ, আমি বিশ্বকাপে নিজেকে প্রমাণ করতে পারিনি, একটাও উইকেট নিতে পারিনি। এমনকি, তিন বছর পর বিশ্বকাপেও আমাকে ডাকা হয়নি। তাই আমার মনে হয় যে, দলে ঢোকার চেয়েও এই কামব্যাক আরও কঠিন ছিল আমার জন্য।”

শুধু তাই নয়, বরুণ চক্রবর্তী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশেও আছেন। তিন ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা ৯টি। অথচ ২০২১ সালে সেই অধ্যায়ের পর এযেন কার্যত অসম্ভব ছিল তাঁর কাছে। বরুণ জানাচ্ছেন “সেই সময় ফোনে আমাকে রীতিমতো হুমকি দেওয়া হত। বলা হত যে, ভারতে ফিরবে না। চেষ্টা করলেও দেশে ঢুকতে দেওয়া হবে না। লোকে আমাদের বাড়িতে এসে আমাকে খুঁজত। আমি লুকিয়ে থাকতাম। যখন এয়ারপোর্ট থেকে ফিরছিলাম, কয়েকজন আমাকে অনুসরণও করছিল। করত। তবে এটাও বুঝি যে, ভক্তরা কতটা আবেগপ্রবণ।”

তিনি আরও যোগ করেছেন, “গত ২০২১ সালের পর আমি জীবনযাত্রা অনেক বদলে ফেলেছি। আগে একটা সেশনে ৫০টা বল করতাম, তারপর ১০০টা শুরু করি। নির্বাচকরা আমাকে ডাকবে কিনা আর কখনও ভাবিনি। একটা সময়ের পর মনে হয়েছিল যে, সব শেষ। কিন্তু আইপিএল জেতার পরই ডাক আসে আবারও।”

আর সেই ডাকেই আবারও আমার ভাগ্য বদলে গেল। আর সেই বরুণ ম্যাজিকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ে ফিরল ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Protest : হোলির সন্ধ্যায় হামলার প্রতিবাদে উত্তাল তমলুক, পথে শুভেন্দু | Holi 2025
Shankar Ghosh: "পিসিমণি ফোঁস করলেই আপনি টেবিলের তলায় লুকিয়ে পড়বেন", অভিষেককে ধুয়ে যা বললেন শঙ্কর ঘোষ
শোকজ হওয়ার পরও কী শুভেন্দুকে ঠুসে দিতে চান? দেখুন কী বলছেন হুমায়ুন কবির
‘West Bengal-এ রাজনীতির নামে কলুষতা করা হচ্ছে!’ TMC-BJP-কে একহাত নিলেন Sujan Chakraborty
Amritsar Latest Update : প্রমাণ CCTV-তে, অমৃতসরের মন্দিরে মধ্যরাতে হামলা, তদন্তে পুলিশ