Hazratullah Zazai: মেয়েকে হারালেন তারকা ক্রিকেটার, সমবেদনা শোকস্তব্ধ সতীর্থদের

Afghanistan Cricket: এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো পারফরম্যান্স দেখিয়ে ক্রিকেট দুনিয়ার প্রশংসা আদায় করে নিয়েছে আফগানিস্তান। কিন্তু এবার আফগানিস্তানের ক্রিকেট মহলে শোকের ছায়া।

Hazratullah Zazai: আফগানিস্তানের (Afghanistan) জাতীয় দলের বাঁ হাতি ব্যাটার হজরতউল্লাহ জাজাইয়ের (Hazratullah Zazai) মেয়ের মৃত্যু হল। ঠিক কী কারণে এই ক্রিকেটারের মেয়ের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। তবে যে কারণেই মৃত্যু হোক না কেন, এই ঘটনায় শুধু আফগানিস্তানই নয়, পুরো ক্রিকেট দুনিয়াতেই শোকের আবহ তৈরি হয়েছে। আফগানিস্তানের জাতীয় দলের ক্রিকেটার এবং জাজাইয়ের ঘনিষ্ঠ বন্ধু করিম জানাত (Karim Janat) এই দুঃখজনক খবর জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার ভাইয়ের মতো হজরতউল্লাহ জাজাই ওর মেয়েকে হারিয়েছে। ওর এবং ওর পরিবারের জন্য আমার হৃদয় দুঃখে কাতর হয়ে আছে। এই অবিশ্বাস্য কঠিন সময়ে ওদের পাশে আছি। ওদের জন্য দয়া করে সবাই প্রার্থনা করুন। ওরা এই মর্মান্তিক বেদনার মধ্যে দিয়ে যাচ্ছে। হজরতউল্লাহ জাজাই ও তার পরিবারের প্রতি আমি গভীরতম শোকজ্ঞাপন করছি।’

আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরম্যান্স জাজাইয়ের

Latest Videos

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তান দলে ছিলেন না জাজাই। তবে এই বাঁ হাতি ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ২০১৬ সালে তিনি প্রথমবার আফগানিস্তানের সিনিয়র জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ওডিআই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়। এখনও পর্যন্ত ১৬টি ওডিআই এবং ৪৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন জাজাই। তিনি উত্তরাখণ্ডের দেরাদুনে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে অবিশ্বাস্য ইনিংস খেলেন। এই ইনিংসে ৬২ বলে ১৬২ রান করেন জাজাই। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ১১টি ওভার-বাউন্ডারি। টি-২০ আন্তর্জাতিকে কোনও ম্যাচে দ্বিতীয় সর্বাধিক রানের নজির গড়েন জাজাই। এই ব্যাটার গত ডিসেম্বরে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে আফগানিস্তানের হয়ে শেষবার খেলার সুযোগ পান। তারপর থেকে তিনি জাতীয় দলের বাইরে।

টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স জাজাইয়ের

ওডিআই-এর চেয়ে টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন জাজাই। তিনি আফগানিস্তান প্রিমিয়ার লিগে এক ওভারে ৬টি ওভার-বাউন্ডারি মারার নজির গড়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Protest : হোলির সন্ধ্যায় হামলার প্রতিবাদে উত্তাল তমলুক, পথে শুভেন্দু | Holi 2025
শোকজ হওয়ার পরও কী শুভেন্দুকে ঠুসে দিতে চান? দেখুন কী বলছেন হুমায়ুন কবির
Nadia News: মেয়েকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে এই পরিণতি করল বাবা! আতঙ্কে Nadia-র ধুবুলিয়া এলাকা
‘West Bengal-এ রাজনীতির নামে কলুষতা করা হচ্ছে!’ TMC-BJP-কে একহাত নিলেন Sujan Chakraborty
Amritsar Latest Update : প্রমাণ CCTV-তে, অমৃতসরের মন্দিরে মধ্যরাতে হামলা, তদন্তে পুলিশ