ভারতের টেস্ট দলে সুযোগ পাওয়ার পর প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন মিডল অর্ডার ব্যাটার সরফরাজ খান। তিনি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের অন্যতম ভরসা।
২২ নভেম্বর শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। তার আগে বৃহস্পতিবার পারথের ওয়াকা স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন কনুইয়ে চোট পেলেন ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটার সরফরাজ খান। তিনি এদিন নেটে ব্যাটিং অনুশীলন করার সময় কনুইয়ে চোট পান। তিনি স্পষ্টতই অস্বস্তি অনুভব করতে থাকেন। কনুইয়ে আঘাত পাওয়ার পরেই নেট ছেড়ে বেরিয়ে যান এই ব্যাটার। তবে পরে জানা গিয়েছে, সরফরাজের এমআরআই স্ক্যান করানোর দরকার হয়নি। যদিও এই ব্যাটার পারথে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কনুইয়ের চোট সেরে গেলে পারথ টেস্ট ম্যাচে খেলার সুযোগ পেতে পারেন সরফরাজ।
প্রথমবার বর্ডার-গাভাসকর ট্রফিতে সরফরাজ
রঞ্জি ট্রফিতে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখানোর পর চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় সরফরাজের। এই মিডল অর্ডার ব্যাটার এখনও পর্যন্ত ৬ টেস্ট ম্যাচ খেলে ৩৭১ রান করেছেন। তিনি টেস্ট ম্যাচে একটি শতরান এবং তিনটি অর্ধশতরান করেছেন। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে শতরান করেছেন সরফরাজ। তবে এই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেননি তিনি। এবার অস্ট্রেলিয়া সফরে বড় রানের লক্ষ্যে সরফরাজ।
পারথ টেস্ট ম্যাচে অনিশ্চিত রোহিত
ব্যক্তিগত সমস্যার কারণে এখনও দেশেই আছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি পারথ টেস্ট ম্যাচে খেলবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পারথ টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে দলে যোগ দিলে অবশ্য খেলতে পারেন রোহিত। কিন্তু উপযুক্ত প্রস্তুতি ছাড়া তাঁর পক্ষে খেলা উচিত হবে কি না, সে বিষয়ে অনেকেই সন্দিহান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে অসাধারণ বোলিং, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ডাক পেতে পারেন শামি
পাকিস্তানেই কি হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? অবিলম্বে সূচি প্রকাশের দাবি সম্প্রচারকারীদের
'অস্ট্রেলিয়া সফরের পর উন্নত ক্রিকেটার হয়ে দেশে ফিরবে,' তরুণদের বার্তা বিরাট, বুমরা, অশ্বিনের