IPL 2023: ঋদ্ধিমান-শুবমানের অসাধারণ ইনিংস, লখনউয়ের বিরুদ্ধে সহজ জয় গুজরাটের

Published : May 07, 2023, 07:24 PM ISTUpdated : May 07, 2023, 07:53 PM IST
Wriddhiman Saha

সংক্ষিপ্ত

আইপিএল-এ গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবারও প্লে-অফে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলল। ঋদ্ধিমান সাহা, শুবমান গিলরা এবারও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন।

১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এবারের আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান দৃঢ় করল গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। একইসঙ্গে এবারও প্লে-অফের যোগ্যতা অর্জন প্রায় নিশ্চিত করে ফেলল হার্দিক পান্ডিয়ার দল। রবিবার লখনউ সুপার জায়ান্টসকে সহজেই হারিয়ে দিল গুজরাট টাইটানস। ব্যাটিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল। বোলিংয়ে ভালো পারফরম্যান্স দেখালেন মোহিত শর্মা, নূর আহমেদ। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ২২৭ রান করে গুজরাট টাইটানস। তখনই জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। লখনউ সুপার জায়ান্টসের হয়ে লড়াই করলেন কুইন্টন ডি কক ও কাইল মেয়ার্স। তবে তাঁদের পক্ষে দলকে জেতানো সম্ভব হয়নি। ৭ উইকেটে ১৭১ রান করেই থেমে গেল লখনউ সুপার জায়ান্টস। ৫৬ রানে জয় পেল গুজরাট টাইটানস। 

এদিন গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া টস করতে নামেন। ভাইয়ের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্রুণাল। তবে তাঁর দল এদিন বিশেষ লড়াই করতে পারেনি। শুরুতেই লখনউ সুপার জায়ান্টসে কোণঠাসা করে দেন ঋদ্ধিমান ও শুবমান। ৪৩ বলে ৮১ রান করেন ঋদ্ধিমান। তিনি ১০টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন শুবমান। তাঁর ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৭টি ওভার-বাউন্ডারি। ওপেনিং জুটিতে যোগ হয় ১৪২ রান। হার্দিক করেন ২৫ রান। ২১ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। লখনউ সুপার জায়ান্টসের হয়ে ১ উইকেট করে নেন মহসিন খান ও আবেশ খান।

বিশাল রান তাড়া করতে নেমে লখনউ সুপার জায়ান্টসের ইনিংসের শুরুটা ভালো করেন দুই ওপেনার কাইল মেয়ার্স ও কুইন্টন ডি কক। মেয়ার্স ৩২ বলে ৪৮ রান করেন। তিনি ৭টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন। ৪১ বলে ৭০ রান করেন ডি কক। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। তবে মিডল অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হন। দীপক হুডা করেন ১১ রান। মার্কাস স্টোইনিস করেন ৪ রান। নিকোলাস পুরাণ করেন ৩ রান। আয়ূষ বাদোনি করেন ২১ রান। ২ রান করে অপরাজিত থাকেন স্বপ্নিল সিং। প্রথম বলেই আউট হয়ে যান ক্রুণাল (০)। ৪ রান করে অপরাজিত থাকেন রবি বিষ্ণোই। গুজরাট টাইটানসের হয়ে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন মোহিত শর্মা। ১ উইকেট করে নেন মহম্মদ সামি, রশিদ খান ও নূর আহমেদ।

আরও পড়ুন-

প্লে-অফের দৌড়ে ভালো জায়গায় থাকাই লক্ষ্য, লাস্ট বয় হায়দরাবাদের বিরুদ্ধে আত্মবিশ্বাসী রাজস্থান

IPL 2023: অফফর্মে থাকা সুনীল নারিনকে ফের সুযোগ দেবে কলকাতা নাইট রাইডার্স?

IPL 2023: আর বিতর্ক নয়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে করমর্দন বিরাট কোহলির

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার